CBSE Board Result 2023: সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ করতে চলেছে। বোর্ডের তরফে ফলপ্রকাশের আগে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে পড়ুয়াদের। সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেশে যাঁরা এবছর সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে সেই পড়ুয়ারা একাধিক মাধ্যম এবং ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে নিতে পারবে। মোবাইল অ্যাপ এবং মেসেজ মাধ্যমেও জানা যাবে পরীক্ষার রেজাল্ট। সিবিএসই-র অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং cbse.nic.in থেকে পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও রয়েছে আরও একটি ওয়েবসাইট cbseresults.nic.in ।


চলতি বছর অর্থৎ ২০২৩ সালে সিবিএসই বোর্ড পরীক্ষা শুরু হয়েছিল ১৪ ফেব্রুয়ারি থেকে। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা একই দিনে শুরু হয়েছিল। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ হয়েছিল ২১ মার্চ। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয়েছে ৫ এপ্রিল। মোট ৩৮,৮৩,৭১০ জন পড়ুয়া এবার সিবিএসই পরীক্ষা দিয়েছে। এর মধ্যে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছে ২১,৮৬,৯৪০ জন। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে ১৬,৯৬,৭৭০ জন পড়ুয়া।  


এসএমএস এবং IVRS- এর মাধ্যমেও পড়ুয়ারা সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে। সুবিধা থাকছে অ্যাপেরও। DigiLocker এবং UMANG অ্যাপ ব্যবহার করে পরীক্ষার ফল জানতে পারবেন আপনি। রেজাল্ট দেখার জন্য রোল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি এবং স্কুল নম্বর হাতের সামনে তৈরি রাখতে হবে। এখনও সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের ফলপ্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।


কয়েকদিন আগেই দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষার ফল ঘোষণা করল উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদ (Uttar Pradesh Madhyamik Siksha Parishad)। আর সেই পরীক্ষাতেই এবার অনন্য এক নজির গড়ে রেকর্ড করল ১০ বছরের বালক। দিল্লির নয়ডার ১০ বছরের বালক আয়ান গোয়েল ক্লাস টেনের বোর্ড পরীক্ষায় যে কেবল উত্তীর্ণ হয়েছে তাই-ই নয় ৭৬.৬৭ শতাংশ নম্বর পেয়েছে সে। হিন্দিতে সে পেয়েছে ৭৩ শতাংশ, ইংরেজিতে ৭৪, অঙ্কে ৮২, বিজ্ঞানে ৮৩, সোশাল সায়েন্সে ৭৮ এবং কম্পিউটারে ৭০। যদিও নিয়ম অনুযায়ী, ১৪ বছর বয়স না হলে উত্তরপ্রদেশের বোর্ড পরীক্ষায় বসা যায় না। তবে আয়ানের মেধা দেখে তার স্কুলের প্রিন্সিপাল বোর্ড থেকে বিশেষ পারমিশন করে তাকে ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করেছে। 


আরও পড়ুন- ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডসের সমস্যা?


Education Loan Information:

Calculate Education Loan EMI