CBSE Class 10 Board Results: আজ ১৩ মে মঙ্গলবার সকালে প্রকাশ পেয়েছিল সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। এবারে দ্বাদশের পরে (CBSE 10th Result) প্রকাশ পেল দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। বোর্ড পরীক্ষায় এই বছর দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে ৯৩.৬০ শতাংশ পড়ুয়া। গত বছরের থেকে এই বছরে পাশের হার বেড়েছে ০.০৬ শতাংশ। তবে দ্বাদশের ফলাফলের মত দশম শ্রেণির ফলাফলেও মেধাতালিকায় এগিয়ে মেয়েরা। ৯৫ শতাংশ ছাত্রী এই বছর উত্তীর্ণ হয়েছেন দশম শ্রেণির পরীক্ষায়, ছাত্রদের থেকে পাশের হার ২.৩৭ শতাংশ বেশি।

সারা দেশের মধ্যে সবথেকে বেশি পাশের হার রয়েছে ত্রিবান্দ্রমে। দশম শ্রেণির পরীক্ষায় এই অঞ্চলে পাশের হার ৯৯.৭৯ শতাংশ। এই বছর সারা দেশে সিবিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় (CBSE 10th Result) অংশ নিয়েছিলেন ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ জন পড়ুয়া। এদের মধ্যে ১.৯৯ লক্ষেরও বেশি পড়ুয়া ৯০ শতাংশ নম্বর পেয়েছেন পরীক্ষায়। ৪৫ হাজার ৫১৬ জন পরীক্ষার্থী পেয়েছেন ৯৫ শতাংশ ও তার বেশি নম্বর। আর কম্পার্টমেন্ট পরীক্ষার জন্য রাখা হয়েছে ১.৪১ লক্ষ পরীক্ষার্থীকে।

গত বছরে কম্পার্টমেন্টাল পেয়েছিল ১ লক্ষ ৩২ হাজার ৩৩৭ জন পড়ুয়া। এই শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা দিতে পারবেন এবং পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। আগের বছরের থেকে এবার কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

প্রতিষ্ঠান ভিত্তিক পারফরম্যান্স  

জওহর নবোদয় বিদ্যালয় থেকে পাশের হার ৯৯.৪৯ শতাংশ

কেন্দ্রীয় বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৫ শতাংশ

অন্যান্য স্বশাসিত স্কুল থেকে পাশের হার – ৯৪.১৭ শতাংশ

কীভাবে চেক করবেন স্কোরকার্ড

এর জন্য প্রথমেই আপনাকে সেন্ট্রাল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে cbseresults.nic.in অথবা cbse.gov.in-এ।  

তারপরে হোমপেজে CBSE 10th Result 2025 লিঙ্কে ক্লিক করুন।

এরপরে একটি নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে আপনার রোল নম্বর, স্কুলের নম্বর ও জন্ম তারিখ বসাতে হবে।

সাবমিট করার পরেই আপনার ডিজিটাল মার্কশিট স্ক্রিনে দেখা যাবে।

এই মার্কশিট আপনি ডাউনলোড করে নিতে পারেন।

মোবাইল ফোনে কীভাবে চেক করবেন

নিজের মোবাইল থেকে আপনি ডিজিলকার বা উমঙ্গ অ্যাপে এই স্কোরকার্ড দেখতে পাবেন। এই অ্যাপে লগ ইন করে এই ফলাফল দেখা যাবে সহজেই। একইভাবে রোল নম্বর ও অন্যান্য তথ্য বসিয়ে সাবমিট করতে হবে আপনাকে।


Education Loan Information:

Calculate Education Loan EMI