CBSE Term 1 Result 2021-22: সিবিএসই, সিআইএসসিই টার্ম ১ ফলাফল (CBSE, CISCE Term 1 Results 2021) খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) ও কাউন্সিল অফ দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন অবশ্য ফল প্রকাশের কোনও দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। উভয় বোর্ডেরই দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ফলাফল যখন বেরোতে তা সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং সিআইএসসিই-র cisce.org-তে দেখা যাবে। দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য সিবিএসই টার্ম ১ পরীক্ষা সারা দেশজুড়ে হয়েছিল গত বছরের ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এই পরীক্ষা হয়েছিল ১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। 


সিআইএসসিই-র টার্ম ১ পরীক্ষা দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য হয়েছিল গত বছরের ১৫ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। দশম শ্রেণীর ক্ষেত্রে এই পরীক্ষা হয়েছিল ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।  


অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও সিবিএসই টার্ম ১-এর ফলাফল cbse.gov.in ও cbseresults.nic.in-এও দেখা যাবে। পরীক্ষায় যারা বসেছিল, তারা UMANG ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানতে পারবে।তবে সিআইএসসিই-র ফলাফল অফিসিয়াল cisce.org ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে। 


সিবিএসই দশম ও দ্বাদশের টার্ম ওয়ান পরীক্ষার ফল দেখতে অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নেওয়া যেতে পারে। স্কোরকার্ড পেতে ডিজিলকার, উমাঙ্গ, এসএমএসের সাহায্য নেওয়া যেতে পারে। 


সিবিএসই-র টার্ম ওয়ান পরীক্ষ অফলাইন মোটে সংশ্লিষ্ট স্কুলগুলিতে আয়োজন করা হয়েছিল। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পাস বা ফেল কেউ হবে না। এটি পরীক্ষার প্রথম ভাগ। এরপর দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে। দুই ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল তৈরি হবে। 


এবার বোর্ড পরীক্ষা দুই পর্বে ভাগ করে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্বের পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন। দ্বিতীয় পর্ব হবে ডেসক্রিপ্টিভ পরীক্ষা। যা মার্চ-এপ্রিলে আয়োজনের সম্ভাবনা রয়েছে।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI