CBSE Term 1 Board Exam Date Sheet 2022: সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আজকেই অর্থাৎ ১৮ অক্টোবর ২০২১ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করবে।
CBSE Term 1 Exam 2022 তারিখ পত্রিকা অনলাইনে প্রকাশ করা হবে, যা শিক্ষার্থীরা পিডিএফ ডকুমেন্ট হিসেবে ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারবে। পরীক্ষার তারিখ অনলাইনে প্রকাশিত হবে এবং শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট - www.cbse.gov.in- এ গিয়ে তা দেখে নিয়ে ডাউনলোড করতে পারবে।
Offline Examination: CBSE Term 1 পরীক্ষা সম্পর্কে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল পরীক্ষাগুলি উল্লিখিত পরীক্ষা কেন্দ্রগুলিতে অফলাইন মোডে করা হবে।
পরীক্ষার প্যাটার্ন ও ফরম্যাট: CBSE বোর্ডের পরীক্ষা ২০২২ -এর Term 1 পরীক্ষা একটি অবজেক্টিভ টাইপ পরীক্ষা হিসেবে পরিচালনা করা হবে, এর অর্থ হল MCQ থাকবে। পরীক্ষার সময়কাল হবে ৯০ মিনিটের।
পরীক্ষার সময়: এর আগেই সিবিএসই জানিয়ে দিয়েছিল টার্ম ওয়ান পরীক্ষা প্রথম ভাগে নিতে হবে। ১১.৩০ এ শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর ১টার মধ্যে। পড়ুয়ারা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে প্রশ্নপত্র পড়ে নেওয়ার জন্য। সিবিএসই বোর্ড এবছর পরীক্ষা দুটি ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টার্ম ১ ও ২। এই সেশনে ৫০ শতাংশ সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিবিএসই বোর্ড টার্ম -২ পরীক্ষার প্যাটার্ন টার্ম ১-এর থেকে আলাদা হবে। এতে ওপেন এন্ডেড প্রশ্ন করা হবে। এই পরীক্ষায় দীর্ঘ এবং সংক্ষিপ্ত উভয় প্রশ্নই করা হবে। পরীক্ষার সময়কাল হবে ২ ঘণ্টা। Term 1 পরীক্ষা শিক্ষার্থীদের জন্য মূল পরীক্ষা হবে। যেখানে তাদের আরও প্রস্তুতি নিয়ে উপস্থিত হতে হবে। টার্ম ১ পরীক্ষা শুধুমাত্র ৯০ মিনিটের হবে, টার্ম ২ পরীক্ষা হবে ২ ঘণ্টার।
Education Loan Information:
Calculate Education Loan EMI