CBSE: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য কেন্দ্রীয় ক্ষেত্র ছাত্রবৃত্তি যোজনা (CSSS)-এর জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পটি ছাত্র-ছাত্রীদের যারা মূলত অর্থনৈতিকভাবে দুর্বল এবং উচ্চশিক্ষায় ভবিষ্যৎ গড়তে চায়, তাদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে নতুন ছাত্র-ছাত্রী এবং পুরনো ছাত্র-ছাত্রী উভয়কেই আবেদন করতে হবে। পুরনো পড়ুয়ারা তাদের এই স্কলারশিপ পুনর্নবীকরণ করতে পারেন। আগ্রহী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের পোর্টাল scholarships.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে। আগামী ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যেই করতে হবে আবেদন।

কত টাকা বৃত্তি পাবেন এই প্রকল্পের অধীনে

এই পরিকল্পনার অধীনে ছাত্র-ছাত্রীদের প্রথম তিন বছর পর্যন্ত মাসিক ১ হাজার টাকা অথবা বছরে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থসাহায্য করা হবে। চতুর্থ ও পঞ্চম বছরে এই বৃত্তির অঙ্ক হবে মাসে ২০০০ টাকা করে অর্থাৎ বছরে ২০ হাজার টাকা বৃত্তি পাবেন পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে।

কারা করতে পারবেন আবেদন

যে সমস্ত ছাত্র-ছাত্রী দ্বাদশ শ্রেণিতে ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন, যে সমস্ত প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, এবং যাদের পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম তারাই কেবল এই প্রকল্পের অধীনে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রার্থীকে অন্য কোনও প্রকার বৃত্তির সুবিধে নিয়ে থাকলে হবে না।

পুনর্নবীকরণের জন্য কী যোগ্যতা দরকার

প্রতি বছর ৬০ শতাংশের বেশি নম্বর পেতে হবে প্রার্থীদের। কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতির হার থাকতে হবে। আর শিক্ষার্থী হিসেবে শৃঙ্খলাবদ্ধ আচরণ হতে হবে প্রার্থীর। তবে এই স্কলারশিপের পুনর্নবীকরণ করা যাবে বলেই জানানো হয়েছে।

স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য

এই স্কিমটি কেবল স্নাতক নয়, স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্যও প্রযোজ্য। শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ বছরের জন্য এই প্রকল্পের অধীনে স্কলারশিপ পাবেন। সিবিএসই স্পষ্ট করেই জানিয়েছে যে আবেদনপত্রটি নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রতিষ্ঠানগুলিকে পরীক্ষা করে নিতে হবে এবং তা না হলে আবেদনপত্র অবৈধ বলে বিবেচিত হবে। এই বৃত্তির ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলা শিক্ষার্থীদের জন্য। বিষয়ভিত্তিক সংরক্ষণের মধ্যে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের অনুপাত রয়েছে ৩:২:১ হিসেবে। এই অনুপাতেই বৃত্তি বন্টন করা হবে।

সংরক্ষিত শ্রেণিগুলির কী সুবিধে

এসসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের জন্য ১৫ শতাংশ সংরক্ষণ থাকবে।

এসটি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের জন্য ৭.৫ শতাংশ সংরক্ষণ থাকবে।

অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ থাকবে।

সবশেষে প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য ৩ শতাংশ সংরক্ষণ থাকবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI