কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ। দুই পরীক্ষাতেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। ২০২৪-এ সিবিএসই-র পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। আগাম কোনও ঘোষণা ছাড়াই শুক্রবার সকালে প্রকাশিত হল CBSE-র দ্বাদশের রেজাল্ট। তারপরই প্রকাশিত হয় দশমের ফলও।


Central Board of Secondary Education- বা CBSE-র দুই পরীক্ষার ফলেই দেদার নম্বরের ছড়াছড়ি। তবে প্রকাশ করা হয়নি কোনও মেধা তালিকা। এবার, CBSE দ্বাদশে পাসের হার ৮৭.৩৩ শতাংশ। যা গতবারের তুলনায় ৫.৩৮ শতাংশ কম। আর CBSE-র দশমে পাস করেছে ৯৩.১২ শতাংশ পড়ুয়া। এই সংখ্যাও গতবারের তুলনায় কম। 


কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের বাণিজ্য বিভাগের ছাত্র অরণ্য হালদার ৯৯ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। অরণ্য জানিয়েছেন, 'স্কুলে ক্রমাগত পরীক্ষা নেওয়া দারুণভাবে প্রস্তুত হতে সাহায্য করেছে। আলাদা করে বাড়তি চিন্তা হয়নি বড় পরীক্ষার আগে।' এই স্কুলেরই ইপ্সা রায় সিবিএসই দশমের পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। একই নম্বর পেয়েছে সাউথ পয়েন্টের কৃতিকা গুহ-ও। কৃতিকা জানিয়েছেন, 'বন্ধুদের থেকে খবরটা প্রথম পাই। অত্যন্ত খুশি হয়েছি।'


সল্টলেকের ভারতীয় বিদ্য়া ভবনের কলাবিভাগের ছাত্রী অক্ষিতা গুপ্তা। সিবিএসই দ্বাদশে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ। বিড়লা হাইসকুলের হর্ষিত কেডিয়া জানিয়েছেন, প্রাইভেট টিউটর ছাড়াই ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছেন। একই নম্বর পেয়েছেন, লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির বিজ্ঞান বিভাগের ছাত্র মেঘল জৈন ও কুশা শ্রীবাস্তব। ওই সকুলেরই কলা বিভাগের পড়ুয়া অনিকেত চক্রবর্তীও সিবিএসই দ্বাদশের পরীক্ষায় ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছেন। 


আরও পড়ুন- প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ


প্রত্যেকবারের মতো সিবিএসই-তে ভাল ফল করেছে সাউথ পয়েন্ট স্কুল। বিজ্ঞান বিভাগে ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছেন সৌম্যাদিত্য চন্দ্র। কলা বিভাগের পড়ুয়া অনিশা ভট্টাচার্যর প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ। ওই সকুলেরই বাণিজ্য বিভাগের ছাত্র কুন্দন হীরাওয়াত ৯৭.৬ শতাংশ নম্বর পেয়েছেন সিবিএসই দ্বাদশের পরীক্ষায়।                                                                  



আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI