CBSE Exam: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড পরীক্ষার স্বচ্ছতা বাড়ানোর জন্য আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে। ২০২৫ থেকেই সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য সিসিটিভি নীতি চালু করতে চলেছে। এই নীতির অধীনে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সমস্ত পরীক্ষাকেন্দ্রেই ক্লোজ সার্কিটে টেলিভিশন ক্যামেরা (CCTV Policy) লাগানো বাধ্যতামূলক করা হবে। বোর্ড পরীক্ষায় চলবে সিসিটিভি নজরদারি। যদি কোনও স্কুলে সিসিটিভি ক্যামেরা না লাগানো থাকে, তাহলে আসেই স্কুলকে পরীক্ষাকেন্দ্র (CBSE Board Exam) হিসেবে বেছে নেওয়া হবে না সিবিএসই-র পক্ষ থেকে। এমনকী সিবিএসই এও জানিয়েছে যে সমস্ত স্কুলকে নিজের খরচেই সিসিটিভি লাগাতে হবে।


উদ্দেশ্য ও প্রয়োজন


এই সিসিটিভি নীতির মূল উদ্দেশ্য হল পরীক্ষা চলাকালীন অনৈতিক কর্মকাণ্ড রোধ করা এবং পরীক্ষায় স্বচ্ছতা আনা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আরও স্পষ্ট করে জানানো হয়েছে যে, পরীক্ষা চলার সময় এমন কোনও অনৈতিক কাজ যাতে কেউ না করতে পারে এবং ঘটলেও তা যাতে নজরদারির অধীনে আনা যায়, সেই কারণেই সিসিটিভি নীতি নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরীক্ষা যে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তাই নয়, বরং পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের।


সিবিএসই ঘোষণায় জানিয়েছে যে, ২০২৫ সালের বোর্ড পরীক্ষার জন্য মোট ৮ হাজার স্কুলকে পরীক্ষাকেন্দ্র নির্বাচন করা হবে। এই সমস্ত স্কুলে পরীক্ষা দেবেন প্রায় ৪৪ লক্ষ পরীক্ষার্থী। এই স্কুলগুলিকে সিসিটিভি ক্যামেরা বসানো হলে বোর্ড খুব সহজেই পরীক্ষাকেন্দ্রের ভিতরের ও বাইরের কার্যক্রমের উপর নজর রাখতে পারবে।


কী কী নির্দেশ দিয়েছে CBSE


পরীক্ষাকেন্দ্রের প্রবেশদ্বার, বেরনোর দরজা, পরীক্ষার ডেস্ক সহ সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে স্কুলগুলিতে।


সিসিটিভি ক্যামেরার উপস্থিতি সম্পর্কে শিক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্রের কর্মীদের আগাম অবহিত করা হবে। স্কুলগুলিতে এই বিষয়ক নোটিশ দিতে হবে।


সিসিটিভি ক্যামেরা দ্বারা রেকর্ড করা ফুটেজ সিবিএসই দশম ও দ্বাদশ পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ থেকে কমপক্ষে দুই মাস সংরক্ষণ করে রাখতে হবে।


প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ১০টি কক্ষ বা ২৪০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োগ করা হবে যারা নিয়মিত সিসিটিভি ফুটেজ যাচাই করবে। যদি তিনি কোনও অনৈতিক কাজ নজর করেন, তৎক্ষণাৎ তা রিপোর্ট করবেন।


শিক্ষার্থী, শিক্ষাকর্মী এবং পরীক্ষার আধিকারিকদের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে পরীক্ষা পদ্ধতির উন্নয়নের চেষ্টা করতে হবে।


সিসিটিভি সিস্টেম পরিচালনার প্রশিক্ষণ দিতে হবে পরীক্ষা-কর্মীদের। গোপনীয়তা রক্ষার ব্যাপারেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে।


আরও পড়ুন: Recruitment News: NABARD সংস্থায় দশম পাশেই চাকরির সুযোগ; কোন বিভাগে, কত শূন্যপদ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI