Central Bank Of India Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India) সাফাই কর্মচারী, সাব-স্টাফ (Safai Karmachari cum Sub-Staff And/ Or Sub-Staff Posts) এবং সাব-স্টাফ পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় শুরু হতে চলেছে আগামী ২১ জুন, ২০২৪। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in এখানে গিয়ে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ জুন, ২০২৪। যাঁরা আগের দফায় ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন তাঁদের জন্য আগামী ২১ জুন থেকে উপলব্ধ হতে চলেছে এডিট অপশন। ৪৮৪টি শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 


ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের কাছে। দশম শ্রেণির সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 


একটি অনলাইন পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। এই পরীক্ষার আয়োজন করবে আইবিপিএস, ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। এছাড়াও পরীক্ষা হবে স্থানীয় ভাষার। এই পরীক্ষার আয়োজন করবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই দুই পরীক্ষায় আবেদনকারীরা যা নম্বর পাবেন তার ভিত্তিতেই তৈরি হবে মেধাতালিকা। অর্থাৎ মেধার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অনলাইন পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম কাট-অফ মার্কস পেলে তবেই নির্বাচিত হবেন ওই প্রার্থী। এর পাশাপাশি স্থানীয় ভাষার পরীক্ষার ক্ষেত্রে ন্যূনতম মোট নম্বর পাওয়ার নিরিখেও যোগ্য প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে। অনলাইন পরীক্ষা হবে ৭০ নম্বরের। আর স্থানীয় ভাষার পরীক্ষা হবে ৩০ নম্বরের।  


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন 


তফশিলি জাতি,তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। আর অন্যান্য আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৮৫০ টাকা। বাকি খুঁটিনাটি যাবতীয় বিবরণ বিশদে দেওয়া রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে। 


আরও পড়ুন- ভারতীয় বায়ুসেনায় 'অগ্নিবীরবায়ু' নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI