Central Railway Apprentice Recruitment 2024: ভারতীয় রেলে (Indian Railways) রয়েছে চাকরির সুযোগ। সেন্ট্রাল রেলওয়েতে (Central Railways) শিক্ষানবিশ (Apprentice) পদে হতে চলেছে নিয়োগ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। সেন্ট্রাল রেলওয়ের 'রেলওয়ে রিক্রুটমেন্ট সেল' (Railway Recruitment Cell)- এর অফিশিয়াল ওয়েবসাইট rrccr.com - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ২৪২৪ শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চালু থাকবে আগামী ১৫ অগস্ট পর্যন্ত।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা
সেন্ট্রাল রেলওয়েতে শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করবে তাঁদের দশম শ্রেণি বা তার সমতুল্য কোনও পরীক্ষায় (১০+২ পরীক্ষার সিস্টেমে) হতে হবে। সেখানে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। আর এই পরীক্ষা দিতে হবে স্বীকৃত কোনও বোর্ড থেকে। এর পাশাপাশি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের কাছে।
১৫ থেকে ২৪ বছর বয়সীরা (১৫/০৭/২০২৪ অনুসারে) সেন্ট্রাল রেলওয়েতে শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় রয়েছে। অর্থাৎ এই দুই সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ২৯ বছর হতে পারে। আর ওবিসি শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় রয়েছে। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে ২৭ বছর।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে
একটি মেধাতালিকা তৈরি করা হবে আবেদনকারীদের। এই মেধাতালিকা তৈরির ক্ষেত্রে আবেদনকারীদের দশম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর (ন্যূনতম ৫০ শতাংশ পেতেই হবে) এবং আইটিআই (সেই ট্রেডে প্রাপ্ত নম্বর যাতে অ্যাপ্রেন্টিসশিপ করবেন আবেদনকারী)- তে প্রাপ্ত নম্বর হিসেব করা হবে। এই দুই ক্ষেত্রের নম্বরের গড়ের ভিত্তিতে মূলত তৈরি হবে প্যানেল।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অনলাইনে টাকা জমা দিতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার সময়েই টাকা জমা দেওয়া যাবে। ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / ইন্টারনেট ব্যাঙ্কিং / এসবিআই চালান - এইসবের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপকাতি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। অর্থাৎ বিনামূল্যে করা যাবে আবেদন। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য রয়েছে সেন্ট্রাল রেলওয়ের অফশিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুন- ভারতীয় ডাকঘরে চাকরির সুযোগ, ৪৪ হাজারের বেশি শূন্যপদ
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI