CBSE 12th Results: চণ্ডীগড়ের সেক্টর ২৬-এ অবস্থিত দৃষ্টিহীন স্কুলের ছাত্রী কাফি এক অনন্য নজির গড়েছেন। মাত্র ১৭ বছর বয়সে অ্যাসিড হামলার শিকার এই কাফি। কিন্তু হাল ছাড়েননি। এই হামলায় তাঁর দৃষ্টিশক্তি চলে গেলেও লড়াই (CBSE Topper 2025) জারি রেখেছেন। তীব্র যন্ত্রণার দিন কাটিয়ে প্রথমে দশম শ্রেণির পরীক্ষায় দুরন্ত ফলাফল (Acid Attack Survivor) আর তারপর এই বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেই ৯৫.৬ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন কাফি। তাঁর স্কুলের শীর্ষস্থান অধিকার করেছেন তিনি।

কাফির স্বপ্ন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করা এবং পরে আইএএস অফিসার হওয়া। তাঁর কাহিনি কেবলমাত্র এক ছাত্রীর দারুণ ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়ার নয়, বরং তাঁর কাহিনি জীবনের যন্ত্রণাময় দিনগুলি কাটিয়ে লড়াইয়ে ফিরে আসার। তাঁর কাহিনি সাফল্যের, তাঁর কাহিনি কঠোর পরিশ্রমের এবং হার না মানার।

মাত্র তিন বছর বয়সে ২০১১ সালে কাফির জীবনে অন্ধকার নেমে আসে। হোলির দিন হরিয়ানার হিসার জেলার বুধানা গ্রামে নিছক ঈর্ষার কারণে তাদের তিন প্রতিবেশি তাঁর উপর অ্যাসিড ছুঁড়ে মারে। এতে তাঁর মুখ ও হাত ব্যাপকভাবে পুড়ে যায়। তাঁর দৃষ্টিশক্তিও তিনি হারিয়ে ফেলেন। দিল্লির এইমসে চিকিৎসা হলেও ডাক্তাররা জানিয়েছিলেন যে তাঁকে বাঁচানো গেলেও তাঁর দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যাবে না আর। কিন্তু কাফি হাল ছাড়েননি। চোখে দেখতে না পেলেও বই শুনে শুনে পড়তেন তিনি, পড়তেন অডিওবুক, এভাবেই চালিয়ে গিয়েছেন পড়াশোনা। দশম শ্রেণিতেও তিনি প্রথম ৯৫.২ শতাংশ নম্বর পেয়েছিলেন, তবে দ্বাদশ শ্রেণিতে আরও ভাল ফলাফল করে সংবাদের শিরোনামে এসেছেন কাফি।

গ্রাম থেকেই শুরু হয়েছিল তাঁর স্কুলজীবন। তারপর ষষ্ঠ শ্রেণিতে চণ্ডীগড়ের একটি দৃষ্টিহীনদের স্কুলে এসে ভর্তি হন তিনি। আর তারপর থেকেই প্রতি বছর ক্লাসে শীর্ষস্থান অধিকার করে আসছেন কাফি।

কাফির বাবা চণ্ডীগড়ের মিনি সেক্রেটারিয়েটে চুক্তিভিত্তিক কাজ করেন পিয়ন হিসেবে। মেয়ের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি। কাফি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষাও দিয়েছেন এবং সেখানে শীঘ্রই ভর্তি হয়ে যাবেন বলেই তিনি আশা রাখছেন।

তাঁর উপর এই অ্যাসিড হামলার অপরাধে জড়িত যারা তাদের কোনও শাস্তি হয়নি। তারা এখনও স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর আইএএস হয়ে এই অপরাধীদের কোথাও যোগ্য সাজা দিতে চান কাফি। তাঁর সেই দৃষ্টিহীনদের স্কুল থেকেই আরও দুই পড়ুয়া সুমন্ত ও গুরুশরণ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। তাঁর যথাক্রমে ৯৪ ও ৯৩.৬ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন বলে জানা গিয়েছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI