CIC Jobs 2022: আপনি যদি সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, সিইসি(CIC)-তে চাকরি করতে চান, তাহলে আর দেরি করবেন না। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে কেন্দ্রীয় তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট, cic.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
Jobs In CIC: কোন পদে হচ্ছে নিয়োগ
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেকশন অফিসার, সিনিয়র প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি ও প্রাইভেট সেক্রেটারি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে, মোট 22টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ 31 মে 2022। যে প্রার্থীরা অফলাইনে আবেদন করতে চান, তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে তা ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিনিস্ট্রেশন), কেন্দ্রীয় তথ্য কমিশন, 5ম তলা, বাবা গংনাথ মার্গ, মুনিরকা, নিউ দিল্লি-110067-তে পাঠাতে হবে।
CIC নিয়োগ 2022 এর জন্য গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ- ৩১ মে
Vacancy Details for CIC Recruitment 2022
Total No. of Posts: 22
Senior Principal Private Secretary: 3 Posts
Principal Private Secretary: 3 Posts
Section Officer: 8 Posts
Private Secretary: 8 Posts
CIC Jobs 2022: শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন। এখানে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন। বয়স, বেতন সংক্রান্ত তথ্যের জন্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট cic.gov.in-এ গিয়ে দেখতে পারেন।সেখানেই প্রার্থী যাবতীয় চাকরি সংক্রান্ত বিশদ বিবরণ পেয়ে যাবেন। বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে সবকিছু।
CIC নিয়োগ 2022-এর জন্য অন্যান্য তথ্য
যে প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চান, তাদের আবেদনপত্র ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিনিস্ট্রেশন), কেন্দ্রীয় তথ্য কমিশন,ফিফথ ফ্লোর, বাবা গংনাথ মার্গ, মুনিরকা, নিউ দিল্লি-110067-এ পাঠাতে হবে।
আরও পড়ুন : Jobs In NHAI: মাসে বেতন ২ লক্ষ, NHAI করছে প্রচুর পদে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI