নয়াদিল্লি : সিবিএসই-র দ্বাদশের পর এবার চলতি বছরের আইএসসি পরীক্ষাও বাতিল হয়ে গেল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেনর (সিআইএসসিই) পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে। গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশমের পরীক্ষা বাতিলের ঘোষণার দু'দিন পরই সিআইএসসিই-র পক্ষ থেকে দশমের পরীক্ষা (আইসিএসই) বাতিলের কথা জানানো হয়েছিল। জানানো হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। এবারে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষাও বাতিল হওয়ার পর পরই একই পথে হেঁটে সিআইএসসিই জানিয়ে দিল বাতিল হচ্ছে আইএসসি (দ্বাদশের পরীক্ষা)।
পরীক্ষা বাতিল হওয়ার পর কীভাবে পড়ুয়াদের মূল্যায়ন, নম্বর বিভাজন ইত্যাদি পদ্ধতির দিকটি স্থির হবে তা দ্রুতই ঘোষণা হবে বলেই সিআইএসসিই-র পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত আইএসসি বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে, দেশে চলতে থাকা বর্তমান কোভিড পরিস্থিতির ফলে যে চরম অনিশ্চয়তার আবহ, তার ভিত্তিতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সন্ধেয় প্রধানমন্ত্রীর পৌরহিত্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, এবারের সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করা হচ্ছে। নরেন্দ্র মোদি যে প্রসঙ্গে জানান, 'পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া প্রয়োজন। মানসিকভাবে এরকম কঠিন সময়ে পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকেরই বিষয়টা সেভাবে দেখা উচিত।' মাঝে অবশ্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তরফেই অবস্থার উন্নতিতে দ্বাদশের পরীক্ষাগুলো করার পক্ষে সওয়াল করা হয়েছিল।
দ্বাদশের সিবিএসই পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে। পাশাপাশি এটাও বলা হয়, গত বছরের মতোই কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। ওয়াকিবহাল মহলের মতে, একই পথে হাঁটতে পারে সিআইএসসিই-ও।
করোনা পরিস্থিতিতে কেন পড়ুয়াদের স্বাস্থ্য সংকটের মধ্যে ফেলে পরীক্ষা নেওয়া হবে বলে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু অভিভাবক। উচ্চতর আদালতে যে মামলার শুনানিতে গতকালই কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও দুদিন সময় চেয়ে নিয়েছিলেন। আর এদিনই সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। যারপর বাতিল হয়ে গেল আইএসসিও।
Education Loan Information:
Calculate Education Loan EMI