ISC Class 12th Result 2022: প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC)-র  ক্লাস ১২-এর সেমিস্টার ২- এর ফল। চলতি বছরের পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৯৯.৩৮ শতাংশ। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুয়ায়ী ২৪ জুলাই আজ বিকেল ৫ টায় ফল প্রকাশের কথা ছিল। সেই অনুযায়ী হয়েছে রেজাল্ট আউট। পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট cisce.org , results.cisce.org - এ গিয়ে ফল দেখতে পারবে।


ISC Class 12th Result 2022: গত ৬ এপ্রিল থেকে ১৩ জুনের মধ্যে ISC পরীক্ষা হয়েছিল।  কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্জামিনেশন (CISCE) পরিচালনা করেছিল এই পরীক্ষা। ISC পরীক্ষাটি দুপুর ২ টোয় শুরু হয়েছিল।  ১ ঘণ্টা ৩০ মিনিট ধরে চলেছিল এই পরীক্ষা৷ পরীক্ষার্থীদের কাগজ পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল।


CISCE ১৭ জুলাই ICSE বা ক্লাস ১০-এর ফলাফল ঘোষণা করেছে। এই বছর সামগ্রিক পাশের শতাংশ ৯৯.৯৭ শতাংশ। ছেলেদের থেকে এখানে মেয়েরা ভাল ফল করেছে ।মেয়েদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ।


ISC ফলাফল 2022: অঞ্চল অনুসারে


ভারতে দক্ষিণাঞ্চলের পাশের শতাংশ সবথেকে বেশি অর্থাৎ 99.81%


দক্ষিণ: 99.81%


বিদেশি: 99.64%


পশ্চিম: 99.58%


উত্তর: 99.43%


পূর্ব: 99.18%


ISC Result 2022: জেনে নিন শীর্ষে রয়েছে কারা


এই পরীক্ষার্থীরা ২০২২ সালের ISC ফলাফলে শীর্ষ স্থান দখন করেছে।


অনিন্দিতা মিশ্র, উপাসনা নন্দী, হরিনী রামমোহন, নাম্যা অশোক নিকানি, কার্থিক প্রকাশ, অনন্যা আগরওয়াল, আকাশ শ্রীবাস্তব, আদিত্য বিষ্ণু ঝিওয়ানিয়া, ফাহিম আহমেদ, সিমরন সিংহ,  অক্ষত আগরওয়াল, প্রবকিরাত সিং, এমডি আরশ মুস্তাফা, প্রতীতি মজুমদার, অপূর্ব কসিস, পৃথ্বীজা মন্ডল, নিখিল কুমার প্রসাদ, অভিষেক বিশ্বাস।


ISC Result 2022: ১৮ জন শিক্ষার্থী, স্কোর ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়েছে


ISC ফল বলছে, এই পরীক্ষায় ১৮ জন ছাত্র-ছাত্রী শীর্ষে র‌্যাঙ্ক করেছে। তারা সবাই ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়েছে।



আরও পড়ুন : TDS Update: ৩১ জুলাইয়ের মধ্যে করতে হবে এই কাজ, না হলে ১ লক্ষ টাকা জরিমানা


Education Loan Information:

Calculate Education Loan EMI