Jobs In CISF: কেন্দ্রীয় বাহিনীতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর (স্টেনোগ্রাফার) ছাড়াও হেড কনস্টেবল পদে হবে হবে নিয়োগ। আগ্রহী চাকরিপ্রার্থীরা এ নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
CISF Recruitment: কোন কোন পদে হবে নিয়োগ ?সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (Stenographer), হেড কনস্টেবল (Ministerial) পদে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নিচে দেওয়া তারিখগুলি দেখে নিন।
Jobs In CISF: গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিনএই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ২৬ সেপ্টেম্বর থেকে রেজিস্টার করতে হবে। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ২৫ অক্টোবর পর্যন্ত। মনে রাখবেন, সারা ভারতে এই নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
CISF Vacancy DetailsName of post No of VacancyAssistant Sub Inspector (Stenographer) 122Head Constable (Ministerial) 418Total 540
CISF Recruitment: শিক্ষাগত যোগ্যতাএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা সম্পর্কে জানতে প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তি জেনে নিতে হবে।
Jobs In CISF: আবেদনকারীর বয়সসীমাসেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ১৮-২৫ বছরের মধ্য়ে বয়স হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনও সরকারি শিথিলতা থাকলে তা বিজ্ঞপ্তিতে দেখে নিতে হবে। মনে রাখবেন, চাকরিপ্রার্থীকে এই পদে আবেদনের জন্য অবশ্যই ভারতীয় হতে হবে।
CISF Recruitment: আবেদনের ফিসাধারণের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা রাখা হয়েছে। SC/ST/Female/ESM বিভাগের জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে। এ ছাড়াও স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়ে চালানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
Jobs In CISF: নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে চাকরিপ্রার্থীদের। এ ছাড়াও লিখিত পরীক্ষা, তথ্য় যাচাই, দক্ষতা পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার পরই যাবতীয় প্রার্থী বাছাই হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI