CRPF recruitment 2023: সেন্ট্রাল রিজার্ভ ফোর্স বা সিআরপিএফে (CRPF recruitment 2023) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (Central Reserve Force) বা সিআরপিএফে অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা অনুসারে আবেদন করতে চাইলে প্রার্থীদের যেতে হবে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স বা সিআরপিএফের অফিশিয়াল ওয়েবসাইট crpf.gov.in- এ। এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন প্রার্থীরা। আজ থেকে অর্থাৎ ৫ জানুয়ারি, ২০২৩ থেকে সিআরপিএফের এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে। এই দুই পদে চাকরির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২৩। কেবলমাত্র অনলাইনেই এই দুই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। 


কীভাবে আবেদন করা সম্ভব



  • স্টেপ ১- প্রথমে সিআরপিএফের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের।

  • স্টেপ ২- এবার রিক্রুমেন্ট লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে প্রার্থীদের সামনে।

  • স্টেপ ৩- এরপর হোমপেজে থাকা এএসআই বা হেড কনস্টেবল (যেটার জন্য আবেদন করতে চান) অপশনে ক্লিক করতে হবে ইউজারদের।

  • স্টেপ ৪- এই পর্যায়ে বিবরণ লিখে সাবমিট লিঙ্কে ক্লিক করতে হবে প্রার্থীদের।

  • স্টেপ ৫- এবার ফর্ম ফিলআপের পালা। এখানে ফি জমা দেওয়ার ব্যবস্থাও থাকছে। অর্থাৎ ফর্মের দাম দিতে হবে।

  • স্টেপ ৬- সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে ভালভাবে দেখে নিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

  • স্টেপ ৭- নিজের সুবিধার্থে এই ফর্ম ডাউনলোড করেও রেখে দিন।


কত শূন্যপদ


সিআরপিএফ- এ মোট ১৪৫৮টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টরের (স্টেনো) জন্য ১৪৩টি পদ রয়েছে। অন্যদিকে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল)- এর ক্ষেত্রে ১৩১৫টি পদ খালি রয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিশিয়াল ওয়েবসাইটে। 


বেতন কত


সহকারী সাব ইন্সপেক্টর (স্টেনো) পদের জন্য নির্বাচিত হওয়ার পরে, প্রার্থী বেতন স্তর ৫ অনুযায়ী প্রতি মাসে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অন্যদিকে, হেড কনস্টেবল (মন্ত্রণালয়) পদের জন্য নির্বাচিত হওয়ার পরে, লেভেল ৪ অনুযায়ী, প্রার্থী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।


কারা আবেদন করতে পারবেন


যাঁরা ১০+২ প্যাটার্নে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন তাঁরা এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২৫ জানুয়ারি ২০২৩ থেকে বয়স গণনা শুরু হবে। সংরক্ষিত ক্যাটেগরির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।   


আরও পড়ুন- এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI