কলকাতা: আগামী বছর কবে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE)? তারিখ ঘোষণা করল বোর্ড। জানিয়ে দেওয়া হল ২৮ এপ্রিল, রবিবার হবে এই পরীক্ষা। গতকাল বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য বোর্ড জানিয়েছে। তারিখ ঘোষণার পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য বোর্ডের ওয়েবসাইটেও নজর রাখতে বলা হয়েছে।                 


জয়েন্টের তারিখ ঘোষণা: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা WBJEE-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে।’’ বিশদে বিবরণের বোর্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইট নিয়মিত নজরে রাখতে বলা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটগুলি হল www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in.           


২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি। অন্যান্য বছর মার্চ মাসে হয় এই পরীক্ষা। পাশাপাশি প্রায় একই সময় শুরু হওয়ার কথা ISC এবং CBSE দ্বাদশের পরীক্ষাও। তারপর হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। চলচি বছর অর্থাৎ ২০২৩ সালে ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশ হয় ২৬ মে। পরীক্ষার ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়। মেধা তালিকায় (merit list) প্রথম দশে ছিলেন ১০ জন। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র (examination centre) ছিল ৩১৯টি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছে ৫১,৩৪৫ পরীক্ষার্থী।


WBCS প্রিলিমসের তারিখ ঘোষণা: WBCS প্রিলিমসের তারিখ ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন। চলতি বছরেই এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের দেওয়া হবে ই-অ্য়াডমিট কার্ড। কমিশনের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তা আপলোড করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানতে চোখ রাখতে হবে কমিশনের wbpsc.gov.in ওয়েবসাইটে। চলতি অগাস্টে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission) (WBPSC) - এর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট (WBCS Prelims Result 2022)। এরপর সেপ্টেম্বর মাসে হয় মেনস পরীক্ষাও। ২০২২ সালের পরীক্ষার সব প্রক্রিয়া শেষ হয়নি। এরই মধ্যে পরবর্তী প্রিলিমসের দিনক্ষণ ঘোষণা করল কমিশন। জানিয়ে দেওয়া হল বছরের শেষেই নেওয়া হবে এই পরীক্ষা। ১৬ ডিসেম্বর শনিবার এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন। প্রিলিমসের ফলের পর মেনসের তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য চোখ রাখতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। 


আরও পড়ুন: UGC NET 2023: NET-এর ফর্মে ভুল! কীভাবে সংশোধন? রইল বিস্তারিত


Education Loan Information:

Calculate Education Loan EMI