CTET পরীক্ষা পদ্ধতিতে বদল? কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

CTET Exam 2024: আড়াই ঘণ্টার এই পরীক্ষা ওই দিনেই দু-দফায় নেওয়া হবে। প্রথম দফার পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে এবং দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে।

Continues below advertisement

নয়া দিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) শীঘ্রই কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা CET 2024 অ্যাডমিট কার্ড প্রকাশ হতে চলেছে। একসঙ্গে ১৩৫টি শহরে CTET পরীক্ষা হবে। কেন্দ্রীয় স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হল সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET)। এই পরীক্ষার দিন ঘোষিত হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) আয়োজিত এই পরীক্ষা চলতি মাসেই হবে।

Continues below advertisement

আগামী ২১ জানুয়ারি পরীক্ষার দিন ধার্য হয়েছে। অ্যাডমিট কার্ড সহ পরীক্ষা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে ctet.nic.in ওয়েবসাইটে।                                                     

আড়াই ঘণ্টার এই পরীক্ষা ওই দিনেই দু-দফায় নেওয়া হবে। প্রথম দফার পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে এবং দ্বিতীয় দফার পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে। মোট ২০টি ভাষায় CBT পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। 

এও জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তাই পরীক্ষার আগে CTET-এর ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড আপলোড করে নেওয়া জরুরি। যদিও কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, তা এখনও জানানো হয়নি। তবে পরীক্ষার ৭-১০ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যেতে পারে।

এভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন

  • CBSE CTET-এর অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ যান।
  • হোম পেজে দেওয়া অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্কটি খুলুন।
  • একটি নতুন পেজ খুলবে।
  • লগইন উইন্ডোতে, অনুরোধ করা তথ্য প্রদান করুন।
  • আপনার বিবরণ জমা দিন।
  • প্রবেশপত্র চেক করুন এবং ডাউনলোড করুন।
  • পরীক্ষার দিনের জন্য একটি প্রিন্টআউট নিন।

প্রার্থীদের লক্ষ্য করা উচিত যে পরীক্ষার সিটি স্লিপ শুধুমাত্র তাদের জানানোর জন্য যে তাদের পরীক্ষা কেন্দ্রগুলি কোথায় অবস্থিত হবে।

প্রবেশপত্রে, তারা পরীক্ষার কেন্দ্রের ঠিকানা, রিপোর্ট করার সময় এবং অন্যান্য বিশদ জানতে পারবে।

পরীক্ষার দিন তাদের প্রবেশপত্রের একটি কপি এবং উল্লিখিত অন্যান্য নথিপত্র বহন করতে হবে।

আরও সম্পর্কিত বিশদের জন্য প্রার্থীরা CBSE CTET-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola