CTET July Admit 2024: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজ শুক্রবার ৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা অর্থাৎ সি-টেটের অ্যাডমিট কার্ড (CTET 2024) প্রকাশ করেছে। সি-টেটের জন্য যারা ফর্ম পূরণ করেছিলেন, তাদের অপেক্ষার অবসান হল আজ। সি-টেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড (CTET July 2024) ডাউনলোড করতে হবে। ctet.nic.in এই ওয়েবসাইট থেকে আপনি পরীক্ষার অন্যান্য তথ্যও পেতে পারেন। আর দেরি না করে দেখে নিন আপনার পরীক্ষাকেন্দ্র কোথায় পড়েছে।


দু-দিন পরেই পরীক্ষা


আজ থেকে দু-দিন বাদেই সারা দেশজুড়ে অনুষ্ঠিত হবে সি-টেট। ৭ জুলাই সারা দেশে অনুষ্ঠিত হবে সি-টেট। আর তাই আজ ৫ জুলাই সিবিএসই-র পক্ষ থেকে এই পরীক্ষার অ্যাডমিট প্রকাশ পেয়েছে। যে পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, তারা সি-টেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। এই লিঙ্কটি সক্রিয় হয়েছে আজ থেকেই।


কখন হবে পরীক্ষা


সি-টেট পরীক্ষার সময় জানা গিয়েছে এই অ্যাডমিট কার্ডে। ৭ জুলাই দুটি শিফটে অনুষ্ঠিত হবে এই অ্যাডমিট কার্ড। প্রথম শিফট অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয় শিফট হবে দুপুর দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত। প্রথম শিফটে পেপার ২ এবং দ্বিতীয় শিফটে হবে পেপার ১-এর পরীক্ষা।


কোন পেপার কোন ক্লাসের জন্য


সি-টেট পরীক্ষাতে যে দুটি পেপার থাকবে। তার মধ্যে পেপার ১ মূলত প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য এবং পেপার ২ হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য। যে সমস্ত পরীক্ষার্থীরা প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াতে চান, তাদের দুটি পেপারেই পরীক্ষা দিতে হবে।


পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য



  • প্রথম শিফটে সেকেন্ড পেপারের পরীক্ষা দেওয়ার জন্য সকাল সাড়ে সাতটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে। আর দ্বিতীয় শিফটের জন্য রিপোর্টিং টাইম দুপুর ১২টা। অর্থাৎ পরীক্ষার ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে।

  • পেপার ২-এর জন্য অ্যাডমিট কার্ডের চেকিং শুরু হবে ৯টা থেকে ৯টা ১৫-র মধ্যে, পেপার ১-এর অ্যাডমিট কার্ডের চেকিং শুরু হবে ১.৩০ টা থেকে ১.৪৫ টার মধ্যে।

  • অ্যাডমিট ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। সময় পেরিয়ে গেলে আর ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে।


আরও পড়ুন: RRB ALP Recruitment: ১৮৭৯৯ পদে নিয়োগ হবে রেলে, নতুন তালিকা প্রকাশ্যে- কলকাতায় কত শূন্যপদ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI