UPSC Success Story: দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল আইএএস কিংবা আইপিএস হওয়ার স্বপ্ন হাজার হাজার পরীক্ষার্থীর থাকলেও খুব কম সংখ্যক পরীক্ষার্থীই সেই সাফল্য, কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যান। আর এই লড়াইতে একবার-দুবার এমনকী তিনবারও ব্যর্থ হয়েছেন অনেকে, কিন্তু কেউ হাল ছেড়ে দিয়েছেন আর কেউ হাল না ছেড়ে ধৈর্য আর কঠিন পরিশ্রমের পরীক্ষা দিয়েছেন। তেমনই এক অনন্য নজির গড়েছেন বিশাল নারওয়াড়ে (Vishal Narwade)। এক-দু'বার নয়, ৫ বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি বিশাল। কিন্তু লড়াই জারি রেখে ৬ষ্ঠবারেই ইউপিএসসি (UPSC Exam) উত্তীর্ণ হন বিশাল। কীভাবে এল সাফল্য ?
বিশালের প্রস্তুতি
মহারাষ্ট্রের লাতুর জেলায় বড় হয়ে উঠেছেন বিশাল নারওয়াড়ে (Vishal Narwade)। জবলপুরের আইআইটি থেকে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং পড়তেন বিশাল। সেই ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই সিভিল সার্ভিসে আসার স্বপ্ন জেগে ওঠে বিশালের মনে। শুরু হয় UPSC পরীক্ষার প্রস্তুতি। কিন্তু তাঁর সেই দেশসেবার ইচ্ছে খুব সহজে পূর্ণ হয়নি।
ব্যর্থতা, আবার চেষ্টা, অবশেষে সাফল্য
একবার-দু'বার নয়, পাঁচবার পরীক্ষা দিয়েছিলেন বিশাল নারওয়াড়ে (Vishal Narwade)। কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। আরও বেশি পরিশ্রম করেছেন বিশাল। আর তারপর ২০১৬ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। প্রথমে তিনি আইপিএস অফিসারের পদে নিযুক্ত হন এবং তারপর আবার একবার পরীক্ষায় বসেন, ২০১৯ সালে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হয়ে ওঠেন বিশাল নারওয়াড়ে। সেবারই ছিল তাঁর শেষ অ্যাটেম্পট, শেষ সুযোগ। আর সেবারেই সারা দেশের মধ্যে ৯১তম স্থান অর্জন করেন তিনি।
কী মনে হয় বিশালের
বিশালের (Vishal Narwade) মনে হয় ইউপিএসসির প্রস্তুতি নেওয়ার সময় নিজের সঙ্গে অন্যদের কখনও তুলনা করা উচিত নয়। তিনি মনে করেন, প্রত্যেকটি মানুষের ক্ষমতা আলাদা আলাদা। এমনকী প্রত্যেকের পড়ার ধরনও আলাদা আলাদা। এই পরিস্থিতিতে সকলের নিজের প্রতি বিশ্বাস রেখে সঠিক লক্ষ্যের পথে এগিয়ে চলা উচিত। আর এর পাশাপাশি নিজের উৎসগুলি বারবার বদলে ফেলা ঠিক নয়। যে বই পড়া হচ্ছে, সেটা বারবার বদলাতে থাকলে প্রস্তুতি কখনও সম্পূর্ণ হবে না।
পরীক্ষার্থীদের জন্য বিশালের পরামর্শ
বিশাল নারওয়াড়ে মনে করেন এই ইউপিএসসি পরীক্ষার সিলেবাসটি অনেকটাই বিস্তৃত এবং সেই জন্য প্রতিটি বিষয়ের নম্বর বিভাজনের কথা মাথায় রেখে নিজের অগ্রাধিকার ঠিক করে নিতে হবে। তারপর সেই অনুযায়ী নির্ঘণ্ট তৈরি করে নিতে হবে ছাত্র-ছাত্রীদের। প্রতিটি বিষয় গভীরভাবে পড়তে হবে, পড়ার সময় নোটস নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুনর্পাঠ।
আরও পড়ুন: HS New Rule: বছরে দুবার উচ্চমাধ্যমিক, সেমিস্টার প্রস্তাবে সিলমোহর রাজ্যের
Education Loan Information:
Calculate Education Loan EMI