CBSE TET Result 2024: জুলাইয়ের ৭ তারিখেই আয়োজিত হয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে শিক্ষক নিয়োগ পরীক্ষা যাকে সংক্ষেপে বলা হয় সিটেট। এবার অগাস্ট মাস পড়তেই এই সি-টেটের (CTET 2024 Result) ফলাফল প্রকাশ্যে এসেছে। ফলে এতদিন ধরে যারা এই ফলাফলের আশায় ছিলেন, তাদের সেই অপেক্ষার অবসান হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দিয়েছিলেন তারা সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড (CTET 2024) দেখতে পারবেন এবং র‍্যাঙ্কও দেখে নিতে পারবেন। এর জন্য তাদের যেতে হবে ctet.nic.in ওয়েবসাইটে।


কীভাবে দেখবেন নিজের ফলাফল



  • CBSE CTET পরীক্ষার ফলাফল ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এর হোমপেজে।

  • সেখানে দেখা যাবে Latest News বলে একটা ট্যাব ব্লিঙ্ক করছে। সেখানে ক্লিক করলে নতুন পাতা খুলে যাবে।

  • এখানেই সিটেট জুলাই ২০২৪ পরীক্ষার ফলাফলের নতুন ট্যাব দেখা যাবে।

  • এই ট্যাবে ক্লিক করে নিজের লগ ইন তথ্য, ক্যাপচা কোড দিয়ে 'সাবমিট' বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল।

  • এই ফলাফল যাচাই করে নিতে হবে প্রথমে, তারপর তা ডাউনলোড করতে হবে।

  • নিজের পরবর্তী কাজের জন্য এই স্কোরকার্ডের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।


পরীক্ষা হয়েছে এই দিনে


সিবিএসই সিটেট পরীক্ষা এই বছর প্রথম হয়েছে ৭ জুলাই তারিখে। এটাই এই বছরের প্রথম সার্কলের পরীক্ষা। সারা দেশের মোট ১৩৬টি শহরে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে হয়েছে এই সিটেট পরীক্ষা। দুটি শিফটে আয়োজিত হয়েছিল এই সিটেট জুলাই ২০২৪। যে সমস্ত পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মার্কশিট ও পাস সার্টিফিকেট ডিজিলকার থেকে ডাউনলোড করে নিতে পারবেন।


কতদিন বৈধ এই ফলাফল


কোনও পরীক্ষার্থী যদি একবার এই সিটেট পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে তাঁর ফলাফলের বৈধতা থাকবে আজীবন। এই শংসাপত্রের ভিত্তিতে আপনি সারা জীবনে যে কোনও সময় চাকরি পেতে পারেন। যে কোনও সময় আপনি চাকরির আবেদন করতে পারেন এবং সেখানে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন।


এর আগে ২৪ জুলাই সিবিএসই সিটেটের অস্থায়ী আন্সার কী প্রকাশ করেছিল। তারপর এর চ্যালেঞ্জ জানানোর দিন বাড়িয়ে ঘোষণা করা হয়েছিল ২৭ জুলাই। তারপর চূড়ান্ত আন্সার কী প্রকাশ পায় ২৭ জুলাই এবং গতকাল রাতে প্রকাশ পায় এর ফলাফল।


আরও পড়ুন: WBCS Success Story: প্রস্তুতির পথে কোন দিকে নজর দিলেই সাফল্য অবধারিত ? পরামর্শ দিলেন WBCS অফিসার ঈপ্সিতা


Education Loan Information:

Calculate Education Loan EMI