CBSE Result 2024 Date during Poll: দু’মাস ধরে ভোট; CBSE-এর টেন, টুয়েলভের রেজাল্ট কবে ?

CBSE Result 2024 Date: চলতি বছরে ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে। ১ জুন ভোট শেষ। এর মাঝে কবে সিবিএসই বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হবে ?

Continues below advertisement

কলকাতা: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ। গত ২ এপ্রিল ক্লাস টুয়েলভের পরীক্ষা শেষ হয়েছে। অন্যদিকে গত ১৩ মার্চ শেষ হয়েছে ক্লাস টেনের পরীক্ষা। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে খাতা দেখার প্রক্রিয়া। ১৩ মার্চের পর থেকে খাতা দেখা শুরু হয়ে গিয়েছে প্রতিটি ক্লাসেরই। একাধিক সূত্রের খবর, পরীক্ষার খাতা পাওয়ার ১০-১২ দিনের মধ্যে সেই খাতা দেখে জমা দিতে হয়। চলতি বছর লোকসভা ভোট রয়েছে। তাই এবার সঠিক সময়ে রেজাল্ট প্রকাশের জন্য বেশি তৎপর হতে পারে সিবিএসই। 

Continues below advertisement

ভোটের জেরে দেরির আশঙ্কা ?

যে কোনও দিন সিবিএসই ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করতে পারে সিবিএসই। আগামী ১৯ এপ্রিল থেকে সারা দেশে সাত দফার লোকসভা ভোট শুরু হচ্ছে। ভোটের জেরে বিভিন্ন রাজ্যে পরিবহন ব্যবস্থায় কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যার ফলে খাতা দেখে রেজাল্ট তৈরি করে প্রকাশ করার ক্ষেত্রে অল্পবিস্তর সমস্য়া হতে পারে। তবে সেই সমস্যার কথা মাথায় রেখেই এগোচ্ছে সিবিএসই। একাধিক জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৯ এপ্রিলের আগেই পরীক্ষার খাতা বিভিন্ন সেন্টার থেকে সেন্টারে পরিবহন সংক্রান্ত কাজগুলি সেরে ফেলতে পারে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন।

রেজাল্টের তারিখ ?

সাধারণত প্রতি বছরই মে মাস নাগাদ রেজাল্ট প্রকাশ করে সিবিএসই। চলতি বছরেও তেমনটা হতে পারে। প্রথম সপ্তাহে প্রকাশের সম্ভাবনা খুবই কম বলে মনে করছে ওয়াকিবহালমহল। বরং মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হতে পারে। নানা সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ৫ মে-এর পরেই প্রকাশ করা হবে রেজাল্ট। তবে ১৩ মে-এর থেকে দেরি হবে না। অর্থাৎ ৫ মে থেকে ১৩ মে-এর মধ্যেই প্রকাশিত হতে পারে সিবিএসই বোর্ডের ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট। 

একই দিনে কি রেজাল্ট ?

২০১৮ সাল পর্যন্ত আলাদা আলাদা দিনেই প্রকাশ করা হত সিবিএসই বোর্ডের রেজাল্ট। কোভিডের পর থেকে ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট একই দিনে প্রকাশ করা শুরু হয়। তবে কয়েক ঘন্টার তফাতে। মাঝের কয়েক ঘন্টা স্কুলগুলিকে প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়। এই বছরও আগের বছরগুলির মতো একই দিনে রেজাল্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।
আরও পড়ুন - 
Viral Video: যানজটের মাঝেই UPSC প্রস্তুতি ! Zomato ডেলিভারি বয়ের অধ্যবসায় নজর কাড়ল নেটদুনিয়ার

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola