CUET UG Exam: গতকাল মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্থগিত করল CUET UG 2024-এর দিল্লির পরীক্ষাকেন্দ্রের পরীক্ষা। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ মে অর্থাৎ আজ বুধবার। কিন্তু কিছু অনিবার্য কারণে সেই পরীক্ষা স্থগিত করে তা ফের আয়োজন (CUET UG 2024) করার দিনক্ষণ সূচী জানানো হয়েছে। তবে অন্য শহরে পরীক্ষা একই দিনে ১৫ তারিখে যেমন সূচীতে ছিল তেমনই হবে, শুধু পিছিয়ে গিয়েছে দিল্লির পরীক্ষার দিন।


গতকাল ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, 'সমস্ত পরীক্ষার্থী ও স্টেকহোল্ডারদের জানানো হচ্ছে যে, কিছু অনিবার্য কারণে ১৫ মে ২০২৪ তারিখে যে পরীক্ষা (রসায়ন, জীববিদ্যা, ইংরেজি ও সাধারণ পরীক্ষা) হওয়ার কথা ছিল, দিল্লিতে পরীক্ষা (CUET UG 2024) দিতে আসা ছাত্র-ছাত্রীদের জন্য সেই পরীক্ষা বাতিল করা হল। এর বদলে আগামী ২৯ মে হবে দিল্লির এই পরীক্ষা। দিল্লির পরীক্ষাকেন্দ্রের জন্য আলাদাভাবে নতুন অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার্থীদের।


তবে পরীক্ষা (CUET UG 2024) শুরু হওয়ার কিছুক্ষণ আগেই এই বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গুরুগ্রাম, গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ সহ অন্যান্য সমস্ত শহরে ১৫ মে হওয়ার কথা ছিল এই পরীক্ষা। আগের বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে। এছাড়াও ১৬, ১৭ ও ১৮ মে তারিখেও বিভিন্ন শহরে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। মূল পরীক্ষাসূচিতে কোনও বদল নেই। দিল্লিতেও এই দিনগুলিতে পরীক্ষা হবে। শুধু ১৫ মে-র পরীক্ষাটির দিন বদলে করা হয়েছে ২৯ মে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের সুপারিশে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কলেজে স্নাতক স্তরে ভর্তির এই পরীক্ষা (CUET UG 2024) আয়োজন করে থাকে। ২০২২ সাল থেকে সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।


১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে CUET UG 2024 এর পরীক্ষা। মূলত এবার হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত হবে অর্থাৎ পেন-পেপার মোডও থাকবে এবং তাঁর সঙ্গে সিবিটি মোডও থাকবে। খাতা-কলমেও পরীক্ষা দিতে হবে, কম্পিউটারে বসেও পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। ভারতের মধ্যে মোট ৩৮০টি শহরে CUET-র পরীক্ষাকেন্দ্র আয়োজন করা হয়েছে। এছাড়া ভারতের বাইরেও ২৬টি শহরে রয়েছে CUET-এর পরীক্ষাকেন্দ্র।


আরও পড়ুন: CBSE 12th Result 2024: টিউশন ছাড়াই সম্ভাব্য প্রথম, CBSE টুয়েলভে কৃতী কলকাতার বংশিকার প্যাশন সাংবাদিকতা


Education Loan Information:

Calculate Education Loan EMI