CUET Exam: প্রথমে কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদনের সময়সীমা ছিল ৩১ মার্চ, পরে তা বাড়িয়ে করা হয় ৫ এপ্রিল। এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে CUET UG 2024 পরীক্ষার সম্পূর্ণ সূচি ও নির্ঘণ্ট প্রকাশ করল তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে। আগেই জানা গিয়েছিল যে আগামী ১৫ মে থেকে ৩১ মে-র মধ্যেই আয়োজিত হবে এই পরীক্ষা। এবার জানা গেল সম্পূর্ণ সূচি। www.nta.ac.in ওয়েবসাইট থেকে সকল পরীক্ষার্থী খুব সহজেই এই পরীক্ষার তালিকা ডাউনলোড করে দেখে নিতে পারবেন, কোন বিষয়ের পরীক্ষা ঠিক কবে হচ্ছে।
সম্পূর্ণ পরীক্ষাসূচিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে আগামী ১৫ মে থেকে ২৪ মে ২০২৪-এর মধ্যেই সমস্ত পরীক্ষা আয়োজিত হবে। কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য উৎসাহী পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন। এই বছরই প্রথম এত কম সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। মাত্র ৭ দিনের মধ্যেই সমস্ত বিষয়ের প্রবেশিকা পরীক্ষা হয়ে যাবে। ভারতের মোট ৩৮০টি শহর জুড়ে হাইব্রিড মোডে হবে এই পরীক্ষা। হাইব্রিড মোডের অর্থ হল কিছু ক্ষেত্রে কম্পিউটার বেসড এবং কিছুক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। ভারতের বাইরেও এই বছর ২৬টি শহরে এই পরীক্ষা আয়োজিত হবে। জানা গিয়েছে মোট ১৩.৮৩ লক্ষ পরীক্ষার্থী এবারে বসবেন CUET UG 2024 পরীক্ষায়।
এবারের CUET UG 2024 পরীক্ষায় মোট ৬৩টি টেস্ট পেপার থাকছে। প্রতি বিষয়ের পরীক্ষা হবে মাত্র ৪৫ মিনিটের মধ্যে। তবে হিসাবশাস্ত্র, অর্থনীতি, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, রসায়ন, গণিত, ব্যবহারিক গণিত এবং সাধারণ পরীক্ষাগুলি হবে ৬০ মিনিটের।
চারটি শিফটে আয়োজিত হবে এই পরীক্ষা। প্রথম শিফট শুরু হবে সকাল ১০ টা থেকে। এক্ষেত্রে প্রতি শিফটে দুটি করে ভাগ। একটিতে সাধারণ আবশ্যিক পরীক্ষা এবং অন্যটিতে বিষয়ভিত্তিক পরীক্ষা।
শিফট ১এ – ১০ টা থেকে ১১টা
শিফট ১বি – ১২.১৫ থেকে ১টা
শিফট ২এ- ৩টে থেকে ৩.৪৫
শিফট ২বি- ৫টা থেকে ৬টা
আবার অন্য বেশ কিছু বিষয়ের পরীক্ষা হবে তিনটি শিফটে। সেক্ষেত্রে প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ শিফট শেষ হবে বিকাল ৬.১৫তে।
CUET UG 2024 পরীক্ষায় এই বছর মোট ৭,১৭,০০০ পুরুষ পরীক্ষার্থী এবং ৬,৩০,০০০ মহিলা পরীক্ষার্থী আবেদন করেছেন। মোট ১৩টি পৃথক মাতৃভাষায় হবে এই পরীক্ষা। এতে ৩৩টি ভাষা এবং ২৭টি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।
আরও পড়ুন: Calcutta High Court: আজ SSC মামলার রায় দান
Education Loan Information:
Calculate Education Loan EMI