NTA Exam Update:  ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওরফে এনটিএ খুব শীঘ্রই ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্টের আন্সার কি প্রকাশ্যে আনবে। এই বছর CUET UG-তে যে সমস্ত পরীক্ষার্থীরা বসেছিলেন, তারা শীঘ্রই তাদের পরীক্ষার ভুল উত্তর এবং সঠিক উত্তরের মূল্যায়ন করতে পারবে। আন্সার কি (CUET UG 2024) প্রকাশের পরে তারা সকলেই NTA-র অফিসিয়াল ওয়েবসাইটে তা দেখতে পাবেন।


কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে আন্সার কি


এনটিএ আয়োজিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্সার কি প্রকাশ পাওয়ার পরে নিম্নলিখিত দুটি ওয়েবসাইটে সেই আন্সার কি দেখতে পাবেন পরীক্ষার্থীরা। exams.nta.ac.in/CUET-UG এবং cuetug-ac.ntaonline.in এই দুই ওয়েবসাইটেই দেখা যাবে এই আন্সার কি।


প্রভিশনাল আন্সার কি প্রকাশ পাবে প্রথমে


বর্তমানে এই CUET UG-র জন্য প্রভিশনাল আন্সার কি প্রকাশ করা হবে। এর পরে পরীক্ষার্থীরা এই আন্সার কি-তে ভুল থাকলে তাঁর ভিত্তিতে চ্যালেঞ্জ জানাতে পারবেন। আর সেই চ্যালেঞ্জের ভিত্তিতে যাচাই করে পরে চূড়ান্ত আন্সার কি প্রকাশ করবে এনটিএ। আন্সার কি প্রকাশের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ জানানোর উইন্ডোটিও খোলা হবে।


কবে হয়েছিল পরীক্ষা


২০২৪ সালে অর্থাৎ এই বছরের মে মাসে ১৫ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত আয়োজিত হয়েছিল এই পরীক্ষা। অনলাইন এবং অফলাইন মিশিয়ে অর্থাৎ হাইব্রিড মোডে এবারে পরীক্ষা হয়েছে। কিছু বিষয়ের পরীক্ষা হয়েছে সিবিটি মোডে এবং কিছু পরীক্ষা হয়েছে পেন-পেপার মোডে। সারা দেশে ৩৭৯টি শহরে ও দেশের বাইরে ২৬টি শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এখন এর আন্সার কি এবং পরে চূড়ান্ত ফলাফলের আশায় সমস্ত পরীক্ষার্থী।


কতজন পরীক্ষা দিয়েছে এই বছরে


এবছর CUET UG পরীক্ষায় ১৫ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী বসেছেন। যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের প্রভিশনাল আন্সার কি-র ভিত্তিতে চ্যালেঞ্জ জানাতে চান, তাদের প্রত্যেক প্রশ্নের জন্য নির্দিষ্ট ফি দিতে হবে চ্যালেঞ্জ জানানোর জন্য। ফি জমা না দিলে তাদের চ্যালেঞ্জ বৈধ বলে গণ্য হবে না।


কী নথি লাগবে চ্যালেঞ্জ জানানোর জন্য


CUET UG পরীক্ষায় কোনও প্রশ্নের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে হলে প্রার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন প্রয়োজন হবে। এই তথ্যগুলি বসালেই আপনি চ্যালেঞ্জ জানাতে পারেন। আর এই অবজেকশন উইন্ডো খোলা থাকবে ২-৩ দিন পর্যন্ত।


আরও পড়ুন: Success Story: মডেলিং ছেড়ে সিভিল সার্ভিসে ! তিনবার ব্যর্থ হয়েও কীভাবে সফল IAS তাসকিন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI