নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের ক্যান্টিনে রাঁধুনির কাজ করেন বাবা, আর তাঁর মেয়ে পড়াশোনা করে আইন নিয়ে। গবেষণা করতে চায় আইন নিয়ে। আর সেই আইন নিয়ে পড়াশোনা করার জন্যেই আমেরিকার নামকরা দুই বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেলেন প্রজ্ঞা (Pragya Samal), পেলেন মার্কিনি বৃত্তিও। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে দু-দুটো বিশ্ববিদ্যালয় থেকে পড়ার ডাক পেয়ে বাবার পরিশ্রমের দাম দিয়েছেন প্রজ্ঞা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও (DY Chandrachud) তাঁকে সম্বর্ধনা দিয়েছেন।


কথায় বলে, ইচ্ছে থাকলে সব বাধাই পেরিয়ে আসা যায়। আইনি পরিমণ্ডলে বড় হয়ে ওঠা প্রজ্ঞা যেন সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন। আইন পড়ার সুযোগ পেয়েছেন মার্কিনি বিশ্ববিদ্যালয়ে। দেশের মুখ উজ্জ্বল করেছেন প্রজ্ঞা। মাত্র ২৫ বছর বয়সেই প্রধান বিচারপতির কাছ থেকে সম্মাননা পেয়েছেন প্রজ্ঞা। তাঁর বাবা অজয় কুমার শামল সুপ্রিম কোর্টের ক্যান্টিনে রাঁধুনির কাজ করেন। এদিন বুধবার নিত্যদিনের বিচারকার্য শুরু করার আগে বিচারকদের লাউঞ্জে জড়ো হয়ে বিচারপতিরা প্রজ্ঞাকে অভিনন্দন জানান। সেখানে ডাকা হয়েছিল প্রজ্ঞার বাবা-মাকেও।


প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, আমরা জানি প্রজ্ঞা (Pragya Samal) নিজে থেকেই সব কিছু একা হাতে সামলেছেন। কিন্তু তারপরেও আমরা নিশ্চিত করব যাতে তিনি তাঁর প্রয়োজনের সমস্ত কিছু পেতে পারেন ঠিকভাবে। আমরা আশা করব দেশের সেবা করার জন্য তিনি ঠিক ফিরে আসবেন।  


প্রধান বিচারপতি প্রজ্ঞাকে তিনটি সংবিধানের বই উপহার দেন যাতে দেশের সমস্ত শীর্ষ বিচারালয়ের বিচারপতিদের স্বাক্ষর করা আছে। প্রজ্ঞার বাবা-মাও উপস্থিত ছিলেন সেখানে, তাদেরকে শাল দিয়ে সম্মান জ্ঞাপন করেন ডিওয়াই চন্দ্রচূড়।


প্রজ্ঞা (Pragya Samal) সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁর বাবার পেশার কারণেই মূলত আইনজীবীদের পরিমণ্ডলে বড় হয়েছেন তিনি আর দেশের বিচার বিভাগেই নিজের পেশা খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, আপনার যদি আইনকে পেশা হিসেবে গড়ে তোলার ইচ্ছে থাকে, আপনার হৃদয়ে যদি আবেগ থাকে, তাহলে আপনি এমন অনেক মানুষ খুঁজে পাবেন যারা আপনার সাহায্য করবেন। তবে আপনি যদি প্রথম প্রজন্মের আইনজীবী হন, তাহলে আপনার সেই ধরনের দৃষ্টিভঙ্গি থাকা দরকার।


সংবাদসংস্থা পিটিআইকে প্রজ্ঞা জানিয়েছেন যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর রোল মডেল। তাঁর বাগ্মিতা তাঁকে অনুপ্রাণিত করে। তরুণ আইনজীবীদের প্রতি তাঁর মানসিকতাও অত্যন্ত উদার ও সহানুভূতিশীল।  


আরও পড়ুন: WBCHSE Exam: সেমেস্টারে কম নম্বর পেলেও পাশের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা ? কী কী বদল এল উচ্চমাধ্যমিকে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI