Howrah Jobs: রাজ্যের এই জেলায় মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে । ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি করছে এই নিয়োগ। এই পদে আবেদন করতে আগ্রহী হলে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।


Medical Jobs: গুরুত্বপূর্ণ তারিখ 
আবেদনের পদ্ধতি: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ে বসতে হবে।
নিয়োগকারী সংস্থা: ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি (DHFWS)
পদের নাম: স্পেশ্যালিস্ট, জেনারেল ডিউটি,  মেডিক্যাল অফিসার 
কর্মস্থল: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে হাওড়া জেলায় নিয়োগ করা হবে।


DHFWS Vacancy Details
Ophthalmic Assistant (under NPCB & VI) 03
Staff Nurse (National Urban Health Mission – NUHM) 06
GNM (NRC) 01
GNM (Thalassemia Control Programme) 01
Psychiatric Nurse/ Community Nurse in DMHP 01
Total 12


Howrah Jobs: বয়সসীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।  আবেদনকারীকে এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভারতীয় হতে হবে |
আবেদন মূল্য: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
নির্বাচনের পদ্ধতি: একবার আবেদনকারীদের ফর্ম যাচাই হওয়ার পরে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা নির্বাচন করা হবে।


Agniveer Recruitment: সম্প্রতি ভারতীয় বায়ুসেনায় (IAF) প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২০২৩ সালের জন্য হবে এই নিয়োগ। এই পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের বিস্তারিত বিজ্ঞাপন দেখতে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের জন্য IAF অগ্নিবীর বায়ু-র অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা হল -agnipathvayu.cdac.in   


IAF Recruitment: এই তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু 
IAF অগ্নিবীর বায়ুসেনায় নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৭ নভেম্বর ২০২২ বিকেল ৫ টায় শুরু হবে। এই রেজিস্ট্রেশন চলবে ২৩ নভেম্বর, ২০২২ পর্যন্ত। শেষ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।


Agniveer Recruitment: কী লেখা আছে নোটিশে


ভারতীয় বায়ুসেনার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনায় অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের নেওয়া হবে। অগ্নিবীর হিসাবে IAF -এ যোগদানের জন্য ১৮ জানুয়ারি ২০২৩ থেকে নির্বাচন পরীক্ষা বসতে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।


IAF Recruitment: এঁরা আবেদন করতে পারেন


IAF অগ্নিবীর বায়ুসেনায় নিয়োগের জন্য প্রার্থীর বয়স ২১ বছরের বেশি হওয়া উচিত নয়। আমরা যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলি, তাহলে শিক্ষাগত যোগ্যতা মূলত গণিত, পদার্থবিদ্যা ও ইংরেজি নিয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদনকারীদের ইংরেজিতে ৫০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত বিষেয় বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন চাকরিপ্রার্থী।


আরও পড়ুন : Railway Recruitment 2022: সেন্ট্রাল রেলে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, স্টেনোগ্রাফার সহ ৫৯৬ টি পদে হবে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI