RRC Central Railway Recruitment 2022: সরকারি চাকরির জন্য অপেক্ষায় থাকলে আপনার জন্য রয়েছে সুখবর।  রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC), সেন্ট্রাল রেলওয়ে (CR) সাধারণ বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার (GDCE) মাধ্যমে স্টেনোগ্রাফার, সিনিয়র কমন ক্লার্ক কাম টিকিট ক্লার্ক ও অন্যান্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


Railway Recruitment 2022: মোট কতগুলি পদে হবে নিয়োগ ?
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৫৯৬টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চাইলে অফিশিয়াল ওয়েবসাইট rrccr.com এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া ২৮ অক্টোবর ২০২২ থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২২ রেখেছে কর্তৃপক্ষ।


RRC Central Railway Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ জানুন
আবেদনের শুরুর তারিখ:  ২৮ অক্টোবর ২০২২
আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২২


Railway Recruitment 2022: খালি পদের বিবরণ
স্টেনোগ্রাফার – ০৮
সিনিয়র কাম ক্লার্ক কাম টিকিট ক্লার্ক – ১৫৪
গুডস গার্ড - ৪৬
স্টেশন মাস্টার – ৭৫
জুনিয়র অ্যাকাউন্ট সহকারী – ১৫০ জন
জুনিয়র কাম ক্লার্ক কাম টিকিট ক্লার্ক – ১২৬


Railway Recruitment 2022:  শিক্ষাগত যোগ্যতা জানুন
এই পদে আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। অন্যান্য পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা তার সমমানের যোগ্যতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।


Railway Recruitment 2022: আবেদনকারীর বয়সসীমা 
সাধারণ বিভাগ: ৪২ বছর
অন্যান্য অনগ্রসর শ্রেণি: ৪৫ বছর
সংরক্ষিত বিভাগ (SC/ST): ৪৭ বছর


RRC Central Railway Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া 
রেলওয়েতে এই পদগুলিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, নথি যাচাই ও মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে করা হবে। পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে ও প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বরের নেগেটিভ মার্কিং থাকবে। এই রেলওয়ের নিয়োগটি RPF/RPSF কর্মীরা ব্যতীত কেন্দ্রীয় রেলওয়ের সকল নিয়মিত রেল কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।


West Bengal Jobs: এ ছাড়াও বর্তমানে রাজ্য প্রচুর শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। 'ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন'(WBBPE)-এ এই চাকরির সুবর্ণ সুয়োগ তৈরি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার ও প্যারা টিচার পদে হব এই নিয়োগ।আগ্রহী চাকরিপ্রার্থীরা West Bengal Board Of Primary Education-এর এই চাকরি সম্পর্কে জানতে সরকারি বিজ্ঞপ্তি দেখে নিন।


West Bengal Teacher Recruitment: আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
২১ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ রাখা হয়েছে ১৪ নভেম্বর ২০২২। এই আবেদনের সরকারি   বিজ্ঞপ্তি নম্বর 1573/WBBPE/2022 ।


West Bengal Jobs: গুরুত্বপূর্ণ বিষয়
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ও প্যারা টিচার পদে হবে এই নিয়োগ। প্রায় সব মিলিয়ে ১১৮০০ পদে হবে এই নিয়োগ।


আরও পড়ুন : Teacher Recruitment: রাজ্যে প্রচুর শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI