Tanu Jain:  ভারতের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্ন থাকে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল IAS কিংবা IPS  অফিসার হওয়ার। বলাই বাহুল্য, এখনও পর্যন্ত দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা এই UPSC। তবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল IAS হিসেবে বছর সাতেক কাজ করার পরেও সেই চাকরি ছেড়ে শিক্ষকতাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন তনু জৈন। ড. তনু জৈন (Tanu Jain)। IAS অফিসার হওয়ার আগে ডাক্তারিও পাশ করেছেন তিনি। জানেন তাঁর জীবনের কাহিনি ?


বেড়ে ওঠা, পড়াশোনা


দিল্লির সদর অঞ্চলে বড় হয়ে উঠেছেন তনু জৈন। কেমব্রিজ স্কুলেই পড়াশোনা করেছেন তনু। তারপর মিরাটের শুভ্রাতি মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে শুরু করেন তিনি। আর এই বিডিএস ডিগ্রির পড়া চলাকালীনই UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তনু জৈন (Tanu Jain)। পরে ২০১৫ সালে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল IAS হয়ে ওঠেন দিল্লির তনু। তবে ২০১২ সালেই তিনি প্রথম UPSC পরীক্ষায় বসেন, সেই বছর কেবলমাত্র প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেনসে ভাল ফল করেননি তিনি। ফলে আবার শুরু হয় প্রস্তুতি। ২০১৪ সালে ফের একবার পরীক্ষা দেন তনু জৈন, আর এবারেই ৬৪৮ র‍্যাঙ্ক নিয়ে পাশ করেন।


IAS তনু জৈন


তনু জৈন ভেবেছিলেন যে শুধুমাত্র ডাক্তার হয়ে মানুষের জীবন বদলাতে পারবেন না তিনি, তাই তাঁকে হতে হবে একজন IAS অফিসার। পরীক্ষার জন্য মাত্র ২ মাস প্রস্তুতি নিয়েছিলেন তনু (Tanu Jain)। IAS হওয়ার পরে টানা ৭ বছর সেই চাকরি করেন তনু। কিন্তু তারপর তাঁর মত বদলায়, চিন্তাধারা বদলায়।


IAS-এর চাকরি ছেড়ে শিক্ষকতা শুরু করেন তনু। কয়েক মাস আগেই দিল্লিতে 'তথাস্তু' নামে নিজের কোচিং সেন্টারও খুলেছেন তনু। ইনস্টাগ্রামে, ইউটিউবে অনুপ্রেরণামূলক বক্তব্য, শিক্ষাদানের নানা ভিডিয়োতে তনু জৈন এখন সারা দেশের কাছেই পরিচিত মুখ। কিন্তু কেন IAS-এর চাকরি ছাড়লেন তনু ?


কী বলেন তনু ?


এক সাক্ষাৎকারে তিনি (Tanu Jain) বলেন, 'আমার সেই চাকরি ভালই চলছিল। সাড়ে সাত বছর আমি কাজ করেছি IAS হিসেবে। কিন্তু আমি লক্ষ করেছি পরীক্ষার্থীদের মধ্যে UPSC-র প্রস্তুতি নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়। আমাকেও প্রচুর লড়াই করতে হয়েছে পরীক্ষায় পাশ করার জন্য। আর তাই আমি নিজে ভালমত জানতাম পরীক্ষার্থীদের কোথায় সমস্যা হতে পারে, কোথায় বাধা আসতে পারে। আমার স্বামীও যেহেতু সিভিল সার্ভিসে আছেন, তাই চাকরি ছেড়ে নিজের মত কিছু করার একটা ঝুঁকি নিতে পেরেছিলাম আমি।'


তনু জৈন এক অনুপ্রেরণার নাম


তনু জৈনের জীবন, তাঁর নিজের অদম্য প্রচেষ্টা বুঝিয়ে দেয় যে মানসিকতা ঠিক থাকলে এবং পরিশ্রমী হলে যে কোনও পরীক্ষাতেই সাফল্য নিয়ে আসা সম্ভব।


আরও পড়ুন: IAS Success Story: বকশিশের টাকা জমিয়ে বই কিনতেন, ডাক্তারি পাশ করেও দরিদ্রদের পাশে দাঁড়াতে IAS হন রাজেন্দ্র


Education Loan Information:

Calculate Education Loan EMI