DRDO Recruitment 2023: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও (DRDO) নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। নিয়োগ করা হবে ২০৪টি শূন্যপদে। সায়েটিস্ট 'বি' এই পদে নিয়োগ করবে ডিআরডিও। অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ডিআরডিও- এর অফিশিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন ইউজাররা। 


কোথায় কত শূন্যপদ


মোট ২০৪টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ডিআরডিও- তে সায়েন্টিস্ট 'বি' এর জন্য রয়েছে ১৮১টি শূন্যপদ। এছাড়াও ডিএসটি- তে সায়েন্টিস্ট 'বি'- এর জন্য রয়েছে ১১টি শূন্যপদ। এডিএ- এর ক্ষেত্রে সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার 'বি'- এর জন্য রয়েছে ৬টি শূন্যপদ। এছাড়াও সিএমই- তে রয়েছে সায়েন্টিস্ট 'বি'- এর জন্য ৬টি শূন্যপদ। 


আবেদনকারীদের বয়স সীমা


সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অসংরক্ষিত শ্রেণির প্রার্থীরা। ওবিসি (Non-creamy layer) - এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৩৮ বছর। অন্যদিকে তফশিলি জাতি/ তফশিলি উপজাতি শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর। 


অ্যাপ্লিকেশন ফি


General (UR), EWS, OBC - এই তিনটি ক্যাটেগরির ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এই টাকা নন-ট্রান্সফারেবল এবং, নন-রিফান্ডেবল। এর পাশাপাশি তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে কোনও অ্যা প্লিকেশন ফি লাগবে না।


কীভাবে আবেদন করতে পারবে আগ্রহীরা



  • প্রথমে rac.gov.in অথবা drdo.gov.in - যেকোনও একটি ওয়েবসাইটে যেতে হবে

  • এবার হোমপেজে থাকা Advt. no. 145 for 204 vacancies of Scientist ‘B’ in DRDO, ADA, DST and CME নোটিফিকেশনের নীচে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। 

  • পরবর্তী পর্যায়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 

  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

  • এবার দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।

  • ফর্ম জমা দিয়ে সুবিধার জন্য নিজের কাছে একটি প্রিন্ট আউট রেখে দিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি, কোন কোন পদে চাকরির সুযোগ রয়েছে?


Education Loan Information:

Calculate Education Loan EMI