রুমা পাল, কলকাতা: দৃষ্টিগত বাধা রয়েছে প্রত্যেকের৷ কিন্তু, তাতে কী? ওদের ইচ্ছাশক্তি অসীম৷ আর সেই শক্তিকে সম্বল করেই জলযুদ্ধে নেমে পড়া৷ শনিবার, ১২ অগাস্ট দক্ষিণ কলকাতার অ্যান্ডারসন ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল এক অভিনব সাঁতার প্রতিযোগিতা (Swimming Competition)। সেখানে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিলেন দৃষ্টিহীনরা। এই টুর্নামেন্টের ১৬তম সংস্করণ এটি। টুর্নামেন্টটি ঘিরে দর্শক ও প্রতিযোগীদের মধ্যে সমান উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা যায়। 


উত্তর উত্তর বেড়েছে এই প্রোতিযোগিতার জনপ্রিয়তা, তার সঙ্গে বেড়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের সংখ্যাও। প্রথম বছরে যেখানে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৩০ জন প্রতিযোগী। সেখানে এই বারের প্রতিযোগিতায় ১৯০ জন অংশ নেন। তাদের মধ্যে ৩৭ জন মেয়ে। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমারও।


দু’চোখের অন্ধকারকে সরিয়ে জীবনের আলোয় নিজেকে মেলে ধরেছিলেন হেলেন কেলার৷ তাঁকে চলার পথ চিনিয়েছিলেন তাঁরই গৃহশিক্ষিকা অ্যানি সুলিভান৷ কথিত আছে, জলের স্পর্শ দিয়েই প্রকৃতির সঙ্গে হেলেনের প্রথম পরিচয় করিয়েছিলেন অ্যানি৷ সেই জলের স্পর্শেই পৃথিবীর সন্ধানে আজকের লড়াকুরা৷ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বর্তমান বিশ্বের সেরা ব্যাটার বাবর আজম, স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট কোহলি