DRDO Recruitment 2023: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও (DRDO) প্রোজেক্ট সায়েন্টিস্ট (Project Scientist) পদে নিয়োগ করতে চলেছে। মোট ৫৫টি শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ১১ অগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। rac.gov.in এই ওয়েবসাইটে আবেদন জানানো যাবে। জেনারেল, ওবিসি এবং Economically Weaker Section (EWS) অর্থাৎ আর্থিক ভাবে দুর্বল শ্রেণির পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম ও মহিলাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ছাড় দেওয়া হয়েছে। 


বয়সসীমা



  • প্রোজেক্ট সায়েন্টিস্ট 'এফ'- এর ক্ষেত্রে প্রার্থীর বয়স ৫৫ বছরের বেশি হওয়া চলবে না। 

  • প্রোজেক্ট সায়ন্টিস্ট 'ই'- এর ক্ষেত্রে প্রার্থীর বয়স ৫০ বছরের বেশি হওয়া চলবে না।

  • প্রোজেক্ট সায়েন্টিস্ট 'ডি'- এর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।

  • প্রোজেক্ট সায়েন্টিস্ট 'সি'- এর ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। 

  • প্রোজেক্ট সায়েন্টিস্ট 'বি'- এর ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি হলে চলবে না। 


কীভাবে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা



  • প্রথমে rac.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • এরপর হোমপেজে ১৪৬ নম্বর বিজ্ঞাপনের নীচে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। 

  • পরবর্তী পর্যায়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আপলোড করতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট।

  • শেষ পর্বে ফর্ম সাবমিট করে নিজের কাছে একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে। 


স্টাফ সিলেকশনের মাধ্যমে নিয়োগ


স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (SSC Delhi Police, CAPF SI) নিয়োগ করবে। এর বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হয়েছে।শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াও। ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ১৫ অগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। ১৬ এবং ১৭ অগস্ট খোলা হবে অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো। অর্থাৎ ফর্ম ফ্লিআপে কোনও ভুল থাকলে ঠিক করে নেওয়ার সুযোগ থাকছে প্রার্থীদের হাতে। জানা গিয়েছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে চলতি বছর অক্টোবর মাসে। 


কোথায় কত শূন্যপদ


সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ পুরুষ -১০৯ টি শূন্যপদ


সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ মহিলা- ৫৩ টি শূন্যপদ


সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স SI (GD)- ১৭১৪ টি শূন্যপদ 


অগস্ট ১ অনুসারে যে প্রার্থীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে তাঁরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে। 


আরও পড়ুন- ৫৬টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে ইউপিএসসি- র মাধ্যমে, কোন কোন পদে হবে নিয়োগ?


Education Loan Information:

Calculate Education Loan EMI