কলকাতা: বক্স অফিসে (Box office) ভাল ফল করেছিল কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'সত্যপ্রেম কি কথা' (SatyaPrem Ki Katha)। সমালোচক ও দর্শক, উভয় তরফের বেশ প্রশংসিত হয়েছিল এই ছবি। সমীর বিদ্বানস (Sameer Vidwans) পরিচালিত এই ছবির ব্য়বসাও ছিল ভাল।
এবার এই ছবি নিয়ে সমীর বিদ্বানস (Sameer Vidwans) বললেন, ''সত্যপ্রেম কি কথা' (SatyaPrem Ki Katha) একটি নারীবাদী স্বামীর গল্প। ' তিনি আরও বলেন, ' এই ছবির উদ্দেশ্য পুরুষদের সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা মোকাবেলায় নারীদের সহযোগী হওয়া ও নিজেকে সংবেদনশীল করে তোলা।'
'ভুল ভুলাইয়া ২'-এর পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা গেল কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানকে।
প্রসঙ্গত, এই ছবির গান 'পসুরি নু' (Pasoori Nu) নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। আলি শেঠি ও শেই গিলের (Ali Sethi and Shae Gil) গাওয়া জনপ্রিয় পাকিস্তানি গান 'পসুরি'র (Pasoori) রিমেক এই গানের নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh) ও তুলসী কুমার (Tulsi Kumar)।
আরও পড়ুন...
বহুমূল্য নয়, সৃজনশীল উপহারে সেজে উঠুক এবারের Parents Day
ছবির (Satya Prem Ki Katha) নির্মাতারা গান শেয়ার করে ইউটিউবে লিখেছিলেন, 'নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha) থেকে নতুন গান 'পসুরি নু' প্রকাশ করা হল। নতুন করে শুনুন গ্লোবাল হিট! সত্যপ্রেমের ভূমিকায় কার্তিক আরিয়ান ও কথার চরিত্রে কিয়ারা আডবাণী...।' গানের ভিডিও পোস্ট করে গানের লাইন থেকে কার্তিক লেখেন, 'আধা হ্যায় দিল মেরা... পুরা তুমসে হোবে। ভালবাসার ম্যাজিক অনুভব করুন অরিজিতের জাদুর ছোঁয়ায়।'
গানে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারার (Kiara Advani) মধ্যে রসায়ন দেখানো হয়েছে। বরফে ঢাকা পর্বতের সামনে দুই তারকার রোম্যান্সের দৃশ্য, নাচ দেখানো হয়েছে গানে।
সবই ঠিক আছে, কিন্তু 'পসুরি' গানের রিমেক হওয়ার খবরটা বিশেষ ভালভাবে গ্রহণ করেননি অনুরাগীরা। এমনকী গানটি মুক্তি পাওয়ারও পরও তাঁদের মতের বিশেষ বদল হয়নি।
'সত্যপ্রেম কি কথা' ছবিতে কিয়ারা, কার্তিক ছাড়াও দেখা মিলেছে সুপ্রিয়া পাঠক কপূর, গজরাজ রাও, সিদ্ধার্থ রনধেরিয়া, অনুরাধা পাতিল, রাজপাল যাদব, নিরমিত সবন্ত, শিখা তালসানিয়াকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন