SAIL Recruitment 2023: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) কর্মী নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। Operator-cum-Technician, Operator-cum-Technician (Electrical Supervisor), Attendant-cum-Technician (Trainee)- এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। ২০ নভেম্বর থেকে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন তাঁরা। 


কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নেওয়া যাক 


জানা গিয়েছে, মোট ১১০টি শূন্যপদে নিয়োগ করবে SAIL। এর মধ্যে ২০টি শূন্যপদ রয়েছে Operator-cum-Technician (Boiler Operator) (S-3)- এই পদের জন্য। ১০টি শূন্যপদ রয়েছে Operator-cum-Technician (Electrical Supervisor) (S-3) (For Mines only)- এই পদের জন্য। আর বাকি ৮০টি শূন্যপদ রয়েছে Attendant-cum-Technician (Trainee)- এই পদের জন্য। 


অ্যাপ্লিকেশন ফি, কাদের জন্য কত ধার্য হয়েছে

 

Operator-cum-Technician- এই পদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশন অর্থাৎ অর্থনৈতিক ভাবে দুর্বল প্রার্থীদের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, বিভাগীয় প্রার্থী এবং ইএসএম (এন্টারপ্রাইস সার্ভিস ম্যানেজমেন্ট)- এঁদের জন্য ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। 

Attendant-cum-Technician (Trainee)- এই পদের জন্য জেনারেল, ওবিসি, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির জন্য ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, বিভাগীয় প্রার্থী এবং ইএসএম- দের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। 


স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য কীভাবে আবেদন জানাবেন



  • প্রথমে www.sail.co.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটি SAIL- এর অফিশিয়াল ওয়েবসাইট।

  • এরপর যেতে হবে 'Careers'- এই পেজে। এবার রেজিস্টার করে পরবর্তী পর্যায়ের জন্য এগোতে হবে।

  • এবার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে ভালভাবে। সবকিছু ভালভাবে পড়ে দেখে নেওয়া জরুরি।

  • শুধু ফর্ম ঠিকভাবে পূরণ করলেই হবে না। সেই সঙ্গে আপলোড করতে হবে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট।

  • এরপর জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। তারপর ফর্ম জমা দিয়ে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। 


আরও পড়ুন- এসবিআই-তে ক্লার্ক পদে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে আবেদন করবেন?


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


Education Loan Information:

Calculate Education Loan EMI