UGC NET Admit Card: ইউজিসি নেট হবে এই মাসেই। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জুনের নেটের (UGC NET 2024) জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ্যে এনেছে। পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই সেই কার্ড ডাউনলোড করে নিতে পারেবেন। ugcnet.ntaonline.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাডমিট কার্ড বা হল টিকিট। দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন, আর পরীক্ষার হলে প্রবেশের আগে কী কী মাথায় রাখতে হবে।


আগামী ১৮ জুন ২০২৪ আয়োজিত হবে ইউজিসির নেট। জুন মাসের সার্কলের নেট (UGC NET 2024) এটাই, বলা ভাল এই বছরের প্রথম নেট এটাই। এরপর ফের নেট আয়োজিত হবে ডিসেম্বর মাসে। এই পরীক্ষা হবে দুটি সেশনে বা শিফটে। প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে ১২.৩০ টা পর্যন্ত, দ্বিতীয় শিফট শুরু হবে বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত।


ইউজিসি নেট ২০২৪-এর হল টিকিট প্রকাশ্যে


এর আগে ৭ জুন ইউজিসি নেটের হল টিকিট প্রকাশ হয়েছিল। ২০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ইউজিসি নেটের রেজিস্ট্রেশন চলেছিল। মূলত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পরীক্ষার্থীরা এনটিএ বা ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।


কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন


প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।


সেখানে হোমপেজেই UGC NET Admit Card 2024 লেখা ট্যাবে ক্লিক করতে হবে।


এরপর পরীক্ষার্থীর লগ ইন তথ্য দিয়ে লগ ইন করতে হবে।


অ্যাডমিট কার্ড স্ক্রিনে ভেসে উঠবে। তা ডাউনলোড করে নিতে হবে।


পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি হিসেবে কাজ করবে এই অ্যাডমিট কার্ড।


ফলে তা প্রিন্ট আউট করে একটা হার্ড কপি নিজের কাছে রেখে দিতে হবে।


এই বছর প্রথম পেন পেপার অর্থাৎ হাইব্রিড মোডে ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা হবে ইউজিসি নেট। এই পরীক্ষার সময় বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য ঘণ্টা পিছু অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। তারা নিজেদের জন্য উপযুক্ত স্ক্রাইব নিয়ে যেতে পারেন পরীক্ষাকেন্দ্রে। তবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড থাকলেই হবে না, তাঁর সঙ্গে যে আইডি প্রুফ রয়েছে সেটিও অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের।  


ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI