নয়াদিল্লি: খরচ কমাতে (Byju's Cost-Cutting Move) এবার ২০০টির বেশি অফলাইন টিউশন সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিল বিখ্যাত শিক্ষা সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা Byju’s। সংস্থা সূত্রে জানা গেছে,ভারতজুড়ে ৩০০টি অফলাইন টিউশন সেন্টারের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত পরিষেবা দেয় তারা। কিন্তু,বর্তমানে তাদের খারাপ আর্থিক পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ২০০টি অফলাইন টিউশন সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী মাস অর্থাৎ এপ্রিলে তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করার কথা রয়েছে বলেও জানা গেছে। ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে ৫০টি অফলাইন টিউশন সেন্টার বন্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে তার সূচনাও করে দিয়েছে সংস্থা।


প্রসঙ্গত উল্লেখ্য, Byju’s টিউশন সেন্টার বা বিটিসি (BTC) গুলোকেই সংস্থার প্রাথমিক বৃদ্ধির কারণ বা প্রাইমারি গ্রোথ ইঞ্জিন বলে মনে করা হয়। যা ২০২৩ সালের প্রথম কয়েক মাসে প্রচুর টিউশন সেন্টার খোলার মধ্যে দিয়ে পরিলক্ষিতও হয়েছিল। তবে তাদের টিউশন সেন্টারগুলি বন্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে এর আগে সংস্থার তরফে এই বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি। 


কিন্তু, গত সপ্তাহে সংস্থার তরফে তাদের সমস্ত কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সংস্থাটির আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই দেশজুড়ে থাকা অফিস বা অফলাইন টিউশন সেন্টারগুলি ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভারতের বিভিন্ন প্রান্তে থাকা ৩০০টি অফলাইন সেন্টারগুলিতে কর্মরত সমস্ত কর্মীদের এই নির্দেশই দেওয়া হয়েছে। 


সংস্থাটির কর্মীদের সূত্রে জানা গেছে, লিজের মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণে সংস্থার তরফে ভাড়া নেওয়া অফিসগুলি ছেড়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে থাকা সংস্থার সদর দফতরটি চালু রাখা হয়েছে। আরও খবর পাওয়া গেছে যে Byju's ইন্ডিয়ার সিইও অর্জুন মোহন নতুন করে সংস্থার পরিকাঠামো ঢেলে সাজানোর চেষ্টা করছেন। আর এই বিষয়টি নিয়ে কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে তাঁর সংঘাতের ফলেই পরিস্থিতির বদল হয়েছে। 


এদিকে সংস্থার এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই উদ্বেগ বেড়েছে এই সংস্থার সঙ্গে যুক্ত থাকা কর্মী ও পরিষেবা গ্রহণকারী পড়ুয়ারা। দেশজুড়ে ছড়িয়ে থাকা ২০০টি অফলাইন টিউশন সেন্টার বন্ধ হলে তাদের কী হাল হবে তা নিয়েই বেড়েছে চিন্তা।


আরও পড়ুন: নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান ? পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন শুরু- কতদিন চলবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI