নয়া দিল্লি: একলব্য মডেল আবাসিক স্কুলের (EMRS) জন্য ৩৮,৪৮০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। EMRS-এক অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের বিস্তারি মিলবে। যদিও এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। তবে শীঘ্রই ওয়েবসাইটে আবেদনের লিঙ্ক অ্যাক্টিভেট করা হবে।
বর্তমানে দেশে ৭৪০টি একলব্য আবাসিক বিদ্যালয় রয়েছে। এই স্কুলগুলিতে অন্ততপক্ষে সাড়ে তিন লক্ষ আদিবাসী শিক্ষার্থী পড়াশোনা করে। গত ১ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, ২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023-24) ‘অমৃত কালের’ প্রথম বাজেট। আর সেই কারণে এই বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে যুব সমাজের জন্য কর্মসংস্থান এবং সুযোগ সৃষ্টিতে। এই লক্ষ্যে, কেন্দ্রের পক্ষ থেকে বাজেটে একলব্য মডেল স্কুলগুলিতে (Eklavya Model Residential Schools) ৩৮,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল।
কোন কোন পদে নিয়োগ চলছে দেখে নিন...
প্রথমেই EMRS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে সর্বশেষ বিজ্ঞপ্তিতেই সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া থাকবে যেমন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন। এই সম্পর্কিত তথ্যগুলি ভাল করে পড়ে নিন। রেজিস্টার করুন বা সাইনআপ করুন। এরপর ফর্ম ভর্তি করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন ওয়েবসাইটে। এরপর অ্যাপ্লিকেশন ফি দিন।
কোন কোন পদে নিয়োগ...
এর মধ্যে শিক্ষক পদে টিচার ইন চার্জ, কম্পিউটার শিক্ষক ছাড়াও ইংরেজি, নেপালি, গণিত, বিজ্ঞান এবং ভূগোলের জন্য সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। হস্টেলের সুপারিন্টেন্ডেন্ট, মেট্রন, ক্লার্ক, অ্যাটেন্ডেন্ট, পিওন, রাঁধুনি, সাহায্যকারী, সাফাইকর্মী এবং নৈশকর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে EMRS-এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
সংরক্ষিত শ্রেণিভুক্তদের শিক্ষার মান্নোয়নের জন্যই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে একলব্য মডেল রেসিডেনশিয়াল স্কুল (Eklavya Model Residential Schools)।
Education Loan Information:
Calculate Education Loan EMI