EPFO Jobs: ইয়ং প্রফেশনাল নিয়োগ করবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। আনুষ্ঠানিকভাবে নিয়োগের বিজ্ঞপ্তি (EPFO Recruitment) প্রকাশ করেছে সংস্থা। তবে এই চাকরি কোনো স্থায়ী চাকরি নয়, মূলত রোলিং ভিত্তিতে এবং সংস্থার যে যে বিভাগে যখন যখন দরকার হবে সেই সময় কর্মীদের কাজে নেওয়া হবে। প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নেওয়া হবে কর্মীদের। এই পদে (Recruitment News) নির্বাচিত প্রার্থীরা মাসে ৬৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। স্নাতক ডিগ্রি থাকলেই আপনি করতে পারবেন আবেদন।


কোন পদে করা হবে নিয়োগ


মূলত ইয়ং প্রফেশনাল পদে করা হবে এই নিয়োগ। রোলিং ভিত্তিতে এবং যে যে ডিভিশনের বা বিভাগের যখন প্রয়োজন হবে সেই মত কাজে নেওয়া হবে এই কর্মীদের। কতগুলি আসন রয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।


বয়স কত হতে হবে


এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। এমনটাই জানা যাচ্ছে সংস্থার আনুষ্ঠানিক নিয়োগের বিবৃতিতে।


কী কী যোগ্যতা লাগবে


যে সমস্ত প্রার্থীরা এমপ্লয়িক প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে ইয়ং প্রফেশনাল পদের জন্য আবেদন করতে চাইছেন, তাদের আবশ্যিকভাবে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মূলত সামাজিক নিরাপত্তা বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে তবেই এই সংস্থায় কাজের জন্য আবেদন করা যাবে। বিভিন্ন সরকারি স্কিম বিষয়ে তথ্য সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে গভীরতর অনুসন্ধানমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা প্রাধান্য পাবে এই সংস্থায়।


কাজের মেয়াদ ও পোস্টিং


এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইয়ং প্রফেশনালদের মূলত স্বল্পকালীন মেয়াদে কাজে নেওয়া হবে। প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে কাজে নেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের এবং এই কাজের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বাড়তে পারে। যদিও এই মেয়াদ বৃদ্ধি কর্মীদের পারফরম্যান্সের উপর নির্ভর করবে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কমিটির পক্ষ থেকে আবেদনকারী প্রার্থীদের একটি ইন্টারভিউ নেওয়া হবে। অন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এই সংস্থায়। ইন্টারভিউর মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে।


কত বেতন পাবেন


এই সংস্থায় নির্বাচিত প্রার্থীরা মাসিক হারে ৬৫ হাজার টাকা বেতন পাবেন। অন্য কোনো অ্যালাউয়েন্স নেই এক্ষেত্রে। অ্যাকোমোডেশন, কনভেয়ান্স, মেডিকেল রিইমবার্সমেন্ট, এইচআরএ, এলটিসি ইত্যাদি কোনো ভাতাই মিলবে না কর্মীদের।


TA বা DA দেওয়া হবে না


চাকরিতে যোগ দেওয়ার সময় বা চাকরি ছাড়ার সময় কোনো ট্রাভেল অ্যালাউয়েন্স বা ডিয়ারনেস অ্যালাউয়েন্স দেওয়া হবে না। তবে কাজের প্রয়োজনে কোথাও যাওয়ার দরকার হলে সেক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে ট্রাভেল অ্যালাউয়েন্স দেওয়া হবে।


রিইমবার্সমেন্ট হবে


হোটেল ভাড়া ২২৫০ টাকা পর্যন্ত, ৩৩৮ টাকা পর্যন্ত ট্যাক্সি ভাড়া, ৯০০ টাকা পর্যন্ত খাবারের বিল প্রতিদিনে রিইমবার্সমেন্ট করা হবে সংস্থার পক্ষ থেকে।


কীভাবে আবেদন করবেন


এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদনের পত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে সমস্ত সংশ্লিষ্ট তথ্য সহ নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। ডেডলাইন পেরনো যাবে না আবেদন করার সময়।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন; Job News: স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে হতে চলেছে নিয়োগ? শূন্যপদই বা কত?


Education Loan Information:

Calculate Education Loan EMI