নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এমপ্লয়ি স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন(ESIC)-এ ১৫১ জন ডেপুটি ডিরেক্টর পদে হবে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা upsc.gov.in সাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন।


UPSC ESIC Recruitment 2021 চাকরির সারাংশ


কোন পদে নিয়োগ- ডেপুটি ডিরেক্টর(ESIC)পদে হবে নিয়োগ। 
কত পদ খালি- ১৫১ পদে নিয়োগ।SC:23,ST:09,OBC:38, EWS:15,UR:66 
বেতন কাঠামো- লেভেল ১০


শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক স্তর উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও তিন বছরের যোগ্যতা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাকাউন্টস সামলানোর। এখানেই শেষ নয়।আবেদনকারীর স্নাতক ডিগ্রির পাশাপাশি মার্কেটিং, আয়কর, পাবলিক রিলেশন, ইনস্যুরেন্স বা রেভিনিউতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স সীমা- এই সরকারি পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর রাখা হয়েছে। 
কীভাবে আবেদন করবেন ?
ডেপুটি ডিরেক্টর পদে আবেদনের জন্য upsconline.nic.in-এ লগ ইন করতে হবে চাকরিপ্রার্থীদের। অগাস্টের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ফি ২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।


কীভাবে বাছাই হবে প্রার্থী ?
প্রথমে রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীকালে টেস্টের পর হবে ইন্টারভিউ। অফিশিয়াল ওয়েবসাইটে চাকরিপ্রার্থীদের পরীক্ষা কেন্দ্রের বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবে UPSC। ভোপাল , নাগপুর, জয়পুর, চেন্নাই, লখনউ, রাঁচি, পোর্ট ব্লেয়ার, কলকাতা, মুম্বইতে হবে পরীক্ষা।এ ছাড়াও পরীক্ষা কেন্দ্র থাকবে দিসপুর, কোচি, দিল্লি, আহমদাবাদ, বিশাখাপত্তনমে।


আবেদনের ফি: ডেপুটি ডিরেক্টর পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে। এ ছাড়াও এসবিআইয়ে চালানের মাধ্যমে দেওয়া যাবে টাকা।GEN/OBC/EWS-এর জন্য ২৫ টাকা পরীক্ষার ফি রাখা হয়েছে।SC/ST/PwBD ও মহিলারা বিনামূল্যে পরীক্ষায় বসতে পারবেন।


Education Loan Information:

Calculate Education Loan EMI