নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এমপ্লয়ি স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন(ESIC)-এ ১৫১ জন ডেপুটি ডিরেক্টর পদে হবে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা upsc.gov.in সাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন।
UPSC ESIC Recruitment 2021 চাকরির সারাংশ
কোন পদে নিয়োগ- ডেপুটি ডিরেক্টর(ESIC)পদে হবে নিয়োগ। কত পদ খালি- ১৫১ পদে নিয়োগ।SC:23,ST:09,OBC:38, EWS:15,UR:66 বেতন কাঠামো- লেভেল ১০
শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক স্তর উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও তিন বছরের যোগ্যতা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাকাউন্টস সামলানোর। এখানেই শেষ নয়।আবেদনকারীর স্নাতক ডিগ্রির পাশাপাশি মার্কেটিং, আয়কর, পাবলিক রিলেশন, ইনস্যুরেন্স বা রেভিনিউতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা- এই সরকারি পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর রাখা হয়েছে। কীভাবে আবেদন করবেন ?ডেপুটি ডিরেক্টর পদে আবেদনের জন্য upsconline.nic.in-এ লগ ইন করতে হবে চাকরিপ্রার্থীদের। অগাস্টের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ফি ২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।
কীভাবে বাছাই হবে প্রার্থী ?প্রথমে রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীকালে টেস্টের পর হবে ইন্টারভিউ। অফিশিয়াল ওয়েবসাইটে চাকরিপ্রার্থীদের পরীক্ষা কেন্দ্রের বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবে UPSC। ভোপাল , নাগপুর, জয়পুর, চেন্নাই, লখনউ, রাঁচি, পোর্ট ব্লেয়ার, কলকাতা, মুম্বইতে হবে পরীক্ষা।এ ছাড়াও পরীক্ষা কেন্দ্র থাকবে দিসপুর, কোচি, দিল্লি, আহমদাবাদ, বিশাখাপত্তনমে।
আবেদনের ফি: ডেপুটি ডিরেক্টর পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে। এ ছাড়াও এসবিআইয়ে চালানের মাধ্যমে দেওয়া যাবে টাকা।GEN/OBC/EWS-এর জন্য ২৫ টাকা পরীক্ষার ফি রাখা হয়েছে।SC/ST/PwBD ও মহিলারা বিনামূল্যে পরীক্ষায় বসতে পারবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI