Job News: অধ্যাপক, সহকারী অধ্যাপক, সুপার স্পেশালিস্ট ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ করবে ESIC অর্থাৎ এমপ্লয়ি স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন। মূলত ডেপুটেশনের ভিত্তিতে হবে এই নিয়োগ। নির্বাচিত প্রার্থীরা সর্বোচ্চ ২,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। কোনও লিখিত পরীক্ষা (ESIC Recruitment) দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমেই হবে এই পদে নির্বাচন। দেখে নিন কীভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদ ইত্যাদি সমস্ত তথ্য।
শূন্যপদ
মোট ১০৯টি শূন্যপদে নিয়োগ করবে স্টেট ইনসিওরেন্স কোম্পানি। সিনিয়র প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সুপার স্পেশালিস্ট, সিনিয়র রেসিডেন্ট এবং অ্যাডজাঙ্কট ফ্যামিলি এই সমস্ত পদেই হবে নিয়োগ। প্রফেসর পদে নিয়োগ হবে মোট ৯ জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে ২৭ জনকে। অন্যদিকে অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে ২১ জন প্রার্থীকে।
কাজের মেয়াদ
মূলত ডেপুটেশনের ভিত্তিতে করা হবে এই নিয়োগ। স্থায়ী চাকরি নয় এটি। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে ১ মাসের নোটিশ পিরিয়ড (ESIC Recruitment) দিয়ে যে কোনও সময় তাঁকে অব্যাহতি দিতে পারে সংস্থা। আবার এই পদে কোনও স্থায়ী প্রার্থী যোগ দিলেও প্রার্থীকে অব্যাহতি দেওয়া হবে। আবার প্রার্থীর বয়স যদি ৭০ বছর হয়ে যায়, সেক্ষেত্রেও তাঁকে অব্যাহতি দেওয়া হবে কাজ থেকে। তবে ESIC Residency Scheme-এর অধীনে সিনিয়র রেসিডেন্টদের ১ বছরের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বাড়তে পারে।
বেতন
এই পদে (ESIC Recruitment) নির্বাচিত প্রার্থীরা সর্বোচ্চ মাসিক ২,৪০,০০০ টাকা বেতন পাবেন। অধ্যাপক পদে নির্বাচিত হলে মাসিক ২,০১,২১৩ টাকা, অ্যাসোসিয়েট অধ্যাপক পদে নিয়গ হলে মাসিক ১,৩৩,৮০২ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নির্বাচিত প্রার্থীরা মাসে ১,১৪, ৯৫৫ টাকা বেতন পাবেন। সুপার স্পেশালিস্ট পদে নিয়োগ হলে এন্ট্রি লেভেলে প্রার্থীর বেতন হবে ২ লক্ষ টাকা। সুপার স্পেশালিস্ট পদে অস্থায়ীভাবে নিয়োগ হলে বেতন হবে ১ লক্ষ টাকা। অস্থায়ী প্রার্থীদের সপ্তাহে ৪ দিন ৪ ঘণ্টা করে কাজ করতে হবে।
বয়সসীমা
ESIC-র এই নিয়োগের ক্ষেত্রে ফ্যাকাল্টি ও সুপার স্পেশালিস্ট হিসেবে যোগ দিতে গেলে সর্বোচ্চ বয়স হতে হবে ৬৭ বছর। সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য বয়সসীমা ৪৫ বছর এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৭০ বছর হতে হবে।
আবেদনের ফি
অন্য সমস্ত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে ২২৫ টাকা এবং SC/ST/pwD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না।
কীভাবে আবেদন
আগামী এপ্রিল মাসের ২ ও ৩ তারিখ ইন্টারভিউর তারিখ স্থির হয়েছে। এক্ষেত্রে ইন্টারভিউর (ESIC Recruitment) আগে থেকে ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে যথাযথ নথিসহ নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ভালভাবে দেখে নেওয়া জরুরি।
আরও পড়ুন:
Education Loan Information:
Calculate Education Loan EMI