Recruitment in Food & Supplies Department: দক্ষিণ দিনাজপুরে খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব মিলিয়ে ১৩টি পদে হবে নিয়োগে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে কাজের জন্য আবেদন করতে হবে।
Food & Supplies Jobs: বালুরঘাটে ডেটা এন্ট্রি অপারেটর পদে হবে এই নিয়োগ। বাছাই করা প্রার্থীদের দক্ষিণ দিনাজপুরের একাধিক খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসে নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের ভিত্তিতে হবে নিয়োগ।
DATA ENTRY OPERATOR: মোট ১৩টি পদ শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৬ মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।এ ছাড়াও এমএস অফিস , ইমেল বা ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীর। সঙ্গে মিনিটে ৩০টি শব্দ টাইপের গতি থাকতে হবে চাকরিপ্রার্থীর। সবার আগে আবেদনকারীদের গ্র্যাজুয়েট বা স্নাতক হওয়া আবশ্যিক।
অভিজ্ঞতা-এই ক্ষেত্রে আবেদনকারীকে সরকারি সেক্টর হলে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্র হলে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বয়স সীমা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। বেতন- এই পদে বাছাই করা প্রার্থীদের মাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে।
DATA ENTRY OPERATOR:কীভাবে হবে প্রার্থী বাছাই ?এই পদে চাকরিপ্রার্থীদের একটি লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই পর্বে অংশ নিতে হবে। সেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছাড়াও পরবর্তীকালে কম্পিউটার টেস্ট দিতে হবে আবেদনকারীদের। সেই ক্ষেত্রে পরীক্ষার দিন, সময় ও কেন্দ্র সম্পর্কে https://ddinajpur.nic.in
Food & Supplies Jobs: কীভাবে আবেদন করবেন ?চাকরিপ্রার্থীদের deofsdd2021@gmail.com এই ইমেল আইডিতে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, কাস্ট , বয়সের প্রমাণপত্র দিয়ে করতে হবে আবেদন।
Official website of district Dakshin Dinajpur —https://ddinajpur.nic.in
Education Loan Information:
Calculate Education Loan EMI