কলকাতা: ফের খবরে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি। তবে এবার আর বাংলা নয়, সোজা রাজস্থান। রাজস্থানে এক সরকারি স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি স্কুলের শিক্ষকের পদে থাকাকালীন একাধিক সরকারি পরীক্ষায় চাকরিপ্রার্থী হিসেবে পরীক্ষা দিয়েছেন ওই ব্যক্তি। অন্য ব্যক্তিদের হয়ে পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেন তিনি। এর জেরেই তাকে গ্রেফতার করা হয় । তার মধ্যে বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যে চাকরি পেয়েছে এবং সরকারের বিভিন্ন পদে কর্মরত। সব মিলিয়ে মোট কুড়িটি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন ওই ব্যক্তি।
সরকারি চাকরি নিয়ে ফের দুর্নীতি
সরকারি চাকরি নিয়ে বাংলার দুর্নীতিতে জেরবার রাজ্য সরকার। এবার ভারতের রাজস্থানে এমনই আরেক দুর্নীতির খোঁজ মিলল। ধৃত ব্যক্তির নাম রোশন লাল মিনা। স্পেশাল অপারেশন গ্রুপের হাতে ধরা পড়েন তিনি। তারাই গ্রেফতার করে তাঁকে। কীভাবে জানা গেল এই পরীক্ষাগুলি দেওয়ার কথা ? সূত্রের খবর, তাঁকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সময়ই নিজের কীর্তিকলাপ খোলসা করে বলেন রোশন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার, দুইয়ের পরীক্ষাই দিয়েছেন তিনি।
যাদের হয়ে পরীক্ষা, তারা এখন সরকারি পদে
সব মিলিয়ে মোট কুড়িটি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন রোশন লাল মিনা। এর মধ্যে ৬ জন সরকারি চাকরি পেয়েছেন এবং তাদের মধ্যে পাঁচজন বর্তমানে সরকারের বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। এমনটাই জানিয়েছেন ধৃত রোশন।
নিজেও সরকারি পদে
প্রসঙ্গত, রোশন লাল মিনা নিজেও একজন সরকারি স্কুল শিক্ষক। ২০১৭ সাল থেকে তিনি শিক্ষক পদে কর্মরত রাজস্থানের দৌসার বাসিন্দা রোশন একটি সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গ্রেড থ্রি শিক্ষক। তোর সাথেই অবস্থিত সেই স্কুলটা শিক্ষক পদে সরকারি রাজ্য সরকারের মোট ১৬ টি পরীক্ষা দিয়েছেন রোশন অন্যদিকে কেন্দ্রীয় সরকারের চারটি পরীক্ষা তিনি বসেন। পুলিশের ডিআইজি পারিস দেশমুখ সংবাদ মাধ্যমকে বলেন শিক্ষক হওয়ার আগেও তিনি নকল পরীক্ষার্থী হিসেবে একাধিক পরীক্ষায় বসে ছিলেন।
বর্তমানে ২০১৮ সালের পুলিশ সাব-ইন্সপেক্টর মনীশ মিনার হয়ে পরীক্ষায় বসে ছিলেন রোশন। এছাড়াও নিজের ভাই দীনেশের হয়েও পরীক্ষায় বসেন। দীনেশ বর্তমানে রাজস্থান পুলিশের ইন্টেলিজেন্স পরীক্ষায় লোয়ার ডিভিশনাল ক্লার্ক। অন্যদিকে নকল প্রার্থী হিসেবে দীপক মিনার জন্যও পরীক্ষায় বসেন তিনি। দীপক মিনা বর্তমানে পুলিশের এসআই। তবে দীপক ফিজিকাল টেস্টে পাশ করতে পারেননি।
আরও পড়ুন - UPSC CDS NDA 2024: UPSC CDS NDA পরীক্ষা ২১ এপ্রিল, অ্যাডমিট কার্ড প্রকাশ কবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI