Haryana News: দেশে চাকরির বড় বালাই। সরকারি চাকরি হোক বা বেসরকারি, সামান্য কিছু পদের জন্য  লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে। আর এমনই উদাহরণ দেখা গেল হরিয়ানার (Haryana News) একটি চাকরির ক্ষেত্রে। বহু শিক্ষিত প্রার্থীদের আবেদন করতে দেখা গেল সাফাইকর্মীর (Sweeper Jobs) পদের জন্য। এই সাফাইকর্মীর পদের জন্য ১৫ হাজার টাকা বেতন (Job News) পাবেন নির্বাচিত প্রার্থীরা আর তাই এই পদের জন্য শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর প্রার্থীদের ভিড়। জমা পড়েছে ৪৬ হাজার আবেদন।


চুক্তির ভিত্তিতে নিয়োগ করে হরিয়ানা সরকার


হরিয়ানা সরকার চুক্তির ভিত্তিতে এই সাফাইকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। হরিয়ানায় স্থাপিত হয়েছে স্কিলড এমপ্লয়মেন্ট কর্পোরেশন আর এই সংস্থা থেকেই সরকারি অফিসের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়। হরিয়ানা কৌশল রোজগার নিগম তাদের ওয়েবসাইটের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চায়। যেহেতু এই নিয়োগের বিজ্ঞপ্তির ক্ষেত্রে চাকরির দায়িত্ব ও পালনীয় কর্তব্য ও কাজের ব্যাপারে বিশদে উল্লেখ থাকে, তাই সাফাইকর্মীর পদের জন্য এত এত স্নাতক, স্নাতকোত্তর প্রার্থীর আবেদন কোনওভাবেই ভুলবশত হয়নি, এমনটাই মত আধিকারিকদের। সাফাইকর্মীর এই নিয়োগের বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখাই ছিল নির্বাচিত প্রার্থীদের পাবলিক প্লেস, রাস্তা, বাড়িঘর থেকে আবর্জনা পরিস্কার করতে হবে। আর নিজের বাড়ির জেলাতেই তাদের চাকরি দেওয়া হবে বলে জানানো হয়েছিল।


কী বলছে সরকারি পরিসংখ্যান


সরকারি পরিসংখ্যান অনুযায়ী হরিয়ানার বেকারত্বের হার ক্রমেই বাড়ছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকে শহরাঞ্চলের ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল ১১.২ শতাংশ, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে এই সংখ্যাটা ছিল ৯.৫ শতাংশ। একই বয়সের মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার শহরাঞ্চলের জন্য জানুয়ারি-মার্চ মেয়াদে যেখানে ১৩.৯ শতাংশ ছিল, সেখানে এপ্রিল-জুন ত্রৈমাসিকে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.২ শতাংশে। বেকার ভাতার জন্য আবেদন করেছেন ১ লক্ষ ১৭ হাজার ১৪৪ জন যারা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন।


বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে


আবেদনকারীদের অনেকেরই বক্তব্য যে কোনও বেসরকারি স্কুল বা সংস্থায় চাকরি পেলে মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন তারা। এই চাকরিতে অর্থাৎ সাফাইকর্মী হিসেবে চাকরি পেলে তার নিশ্চয়তা রয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ৬ হাজার স্নাতকোত্তর উত্তীর্ণ প্রার্থী, ৪০ হাজার স্নাতক উত্তীর্ণ প্রার্থী, ১.২ লক্ষ দ্বাদশ উত্তীর্ণ প্রার্থী এই সাফাইকর্মীর নিয়োগের জন্য আবেদন করেছেন।


আরও পড়ুন: RRB NTPC Recruitment: ভারতীয় রেলে ১১,৫৮৮ পদে চাকরির সুযোগ, প্রকাশ্যে RRB NTPC-র বিজ্ঞপ্তি


Education Loan Information:

Calculate Education Loan EMI