কৃষ্ণেন্দু অধিকারি, কলকাতা:  উচ্চমাধ্যমিকে নম্বর গণনার সরষের ভেতরেই কি ভূত? রিভিউতে বেনজিরভাবে ১০৮ নম্বর বাড়ল এক ছাত্রীর। ছিল ২৩৮, হল ৩৪৬। পরীক্ষার্থী তার প্রাপ্য নম্বর পেয়েছে, প্রতিক্রিয়া সংসদস সভাপতির। এটা আগে হলে সমস্যা কম হত, আক্ষেপ পড়ুয়ার।


সাধারণত পরীক্ষার রিভিউতে কত নম্বর বাড়ে? মেরেকেটে ৫, ১০, কিম্বা ১৫। কিন্তু একটি মার্কশিট অনুযায়ী  এক ছাত্রীর ১০৮ নম্বর বেড়েছে। রাজ্যে উচ্চমাধ্যমিকের ইতিহাসে  এ ধরনের ঘটনা কার্যত বেনজির।ওই ছাত্রীর প্রাপ্ত নম্বর ছিল ২৩৮। রিভিউর পর তা বেড়ে হল ৩৪৬।  অর্থাৎ এক লপ্তে ১০৮ নম্বর বাড়ল মার্কশিটে।


গত ২২ জুলাই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল। ফল প্রকাশের পর নম্বর নিয়ে শুরু হয় বিতর্ক। জেলায় জেলায় কার্যত তাণ্ডব শুরু করে ফেল করা পড়ুয়ারা। রাস্তা অবরোধে থেকে স্কুলে ভাঙচুর...বাদ যায়নি কিছুই।


অসন্তোষের আঁচ পৌঁছয় শিক্ষামন্ত্রীর পাড়া থেকে সংসদের দফতর পর্যন্ত। যার জেরে সবাইকে পাস করানোর সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রেক্ষিতেই রিভিউয়ে নজিরবিহীন নম্বর বৃদ্ধি।তাহলে কি উচ্চমাধ্যমিকে নম্বর গণনায় সরষের ভেতরেই ভূত? শুক্রবার হাতে নতুন মার্কশিট পেয়ে চোখ কপালে ওঠার জোগাড় কেষ্টপুর দেশপ্রিয় বালিকা বিদ্যালমন্দিরের ছাত্রীর। সি গ্রেড হয়ে গেছে বি প্লাস। ৪৮ শতাংশ থেকে নম্বর ছাড়িয়ে গেছে ৬৯ শতাংশের গণ্ডী। 


এদিকে, এদিনই কলেজে ভর্তির আববেদন করার শেষ দিন। নম্বর বাড়ার আনন্দের চেয়ে তাই আক্ষেপই বেশি রাজারহাটের এই পরীক্ষার্থীর।  তিনি বলেছেন, এটা আগে হলে আমার সমস্যা কম হত, আগের মার্কশিট দিয়ে আবেদন করেছি। 


এই প্রেক্ষিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নম্বর ফর্মুলাকেই দায়ী করছে শিক্ষকদের একাংশ। কার্যত ভুল মেনে নিয়েছে সংসদ। সংসদ সভাপতি স্বীকার করেছেন, এই নম্বর ওই ছাত্রীর প্রাপ্য ছিল। 


মাধ্যমিকের মতো এবার বাতিল হয়  উচ্চমাধ্যমিকও। মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল বা প্রোজেক্টের প্রাপ্ত নম্বর নিয়ে বিশেষ ফর্মুলায় তৈরি হয়েছে উচ্চমাধ্যমিকের মার্কশিট। সংসদ সূত্রে খবর, রিভিউতে একাধিক পরীক্ষার্থীর নম্বর ওলটপালট হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি উচ্চমাধ্যমিকে নম্বর গণনায় সরষের ভেতরেই ভূত?শিক্ষাবিদদের অনেকে বলছেন, ১০৮ নম্বর বাড়াটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিস্টেমের ফল্টকে।


Education Loan Information:

Calculate Education Loan EMI