শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কিছু পরামর্শ দিলেন শুকদেবপুর কাজিপাড়া মিলনী বিদ্যাপীঠের (ডায়মন্ডহারবার) শিক্ষক সিদ্ধার্থ ভট্টাচার্য।
রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। সারাবছর খাতায় কলমে প্র্যাকটিসই অঙ্কে ভাল ফল করার মূল মন্ত্র। কিন্তু শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কিছু পরামর্শ দিলেন শুকদেবপুর কাজিপাড়া মিলনী বিদ্যাপীঠের (ডায়মন্ডহারবার) শিক্ষক সিদ্ধার্থ ভট্টাচার্য। অঙ্কের প্রশ্নপত্রে সাধারণত দুটি ভাগ থাকে। পার্ট এ ও বি। পার্ট এ অবজেক্টিভ মাল্টিপল চয়েজ প্রশ্ন, ১০ নম্বরের। প্রচলিত পাঠ্যবই ও প্র্যাকটিশ বুক থেকে অঙ্ক কষলে এই অংশে পূর্ণমান পাওয়া বেশ সহজ, জানালেন সিদ্ধার্থ ভট্টাচার্য। পার্ট বি-তে থাকে ৭০ নম্বর। ভাল করে অনুশীলন করলে এই অংশেও ভাল নম্বর পাওয়া সম্ভব। ইনভার্স সার্কুলার ফাংশনের অঙ্ক থাকে ৬ নম্বরের, ৪ + ২ নম্বর ভাগে। ডিটারমিন্যান্ট ক্র্যামারস রুল ব্যবহার করে সমীকরণের সমাধান করার অঙ্ক আসার সম্ভাবনা আছে। ম্যাট্রিক্সের অঙ্কে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এইবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষকরা। ভাল করে প্র্যাকটিশ করলে এই অঙ্কগুলি দ্রুত কষে ফেলা সম্ভব। ডিফারেনসিয়েশনে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্ক আসতে পারে ৪ নম্বরের। পরীক্ষার আগে অবশ্যই একবার ঝালিয়ে নেওয়া প্রয়োজন। ভেক্টর ও থ্রি-ডির অংশে প্রচলিত বইয়ে থাকা উদাহরণগুলি অনুশীলন করলেই পরীক্ষা-হলে সহজে সমাধান করা সম্ভব। এছাড়া ৫ নম্বরের লিনিয়ার প্রোগ্রামিং গ্রাফিক্যাল সলিউশনের অঙ্ক আসার সম্ভাবনা থাকছে। অ্যাপ্লায়েড ক্যালকুলাসে নজর রাখতে হবে, স্পর্শক বা অভিলম্ব কোনও বক্ররেখা হওয়ার শর্তে। নির্দিষ্ট সমাকলনের মাধ্যমের ক্ষেত্রফলের অঙ্ক একবার অনুশীলন করে নিলে ভাল। থ্রি ডি জিওমেট্রিতে একটি তলের সমীকরণ বের করার অঙ্ক আসতে পারে, যে তলটি দুটি প্রদত্ত তলের ছেদ বিন্দুগামী ও একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে। এছাড়াও ইমেজ অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ প্লেনের অঙ্ক প্র্যাকটিশ করা আবশ্যক। ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টারে নজর রাখতে হবে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন (ইন্টিগ্রেটিং ফ্যক্টরের মাধ্যমে), হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইক্যুয়েশন-এ।