HCL Recruitment: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে কর্মী নিয়োগ করবে হিন্দুস্তান কপার লিমিটেড। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সংস্থা থেকেই। মাসিক ৪০ হাজার টাকা ন্যূনতম বেতন পাবেন এই পদে (HCL Recruitment) নির্বাচিত প্রার্থীরা। কীভাবে আবেদন করবেন ? কতদিন চলবে এই আবেদন জেনে নিন।


শূন্যপদ


মোট ৪০ টি শূন্যপদে নিয়োগ হবে হিন্দুস্তান কপার লিমিটেডে। এর মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ২১টি। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগ হবে অর্থাৎ শিক্ষানবিশ পদে চাকরি হবে। বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য ৩টি পদ সংরক্ষিত আছে।


পদের বিভাজন


মাইনিং, জিওলজি, ইলেক্ট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, সিভিল, মেকানিক্যাল এবং সিস্টেম এই বিভাগে আলাদা আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে।


বয়সসীমা


এই পদে (HCL Recruitment) আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা


হিন্দুস্তান কপার লিমিটেডে (HCL Recruitment) শিক্ষানবিশ পদে নিযুক্ত হতে হলে প্রার্থীকে ২০২১, ২০২২ কিংবা ২০২৩ সালে গেট (GATE) পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়াও বিভিন্ন পদের ক্ষেত্রে যোগ্যতা নির্ণায়ক ডিগ্রিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। SC/ ST প্রার্থীদের জন্য যদিও এই নম্বরের যোগ্যতা ৫৫ শতাংশ। যেমন- মাইনিং বিভাগে শিক্ষানবিশ পদে নিযুক্ত হতে হলে প্রার্থীকে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক উত্তির্ণ হতে হবে।


নির্বাচন পদ্ধতি


এই পদে প্রার্থী (HCL Recruitment) নির্বাচনের ক্ষেত্রে গেট পরীক্ষার নম্বরের ৭০ শতাংশ এবং ইন্টারভিউ থেকে ৩০ শতাংশ নম্বর নিয়ে যোগ করে মেধা তালিকা প্রকাশ করা হবে। ২০২১ সালের আগের গেট পরীক্ষার নম্বর এক্ষেত্রে কোনওভাবে বিবেচিত হবে না।


প্রশিক্ষণের মেয়াদ


প্রশিক্ষণ চলবে ১ বছর। এরপর প্রার্থীকে ন্যূনতম ৩ বছর সংস্থায় কাজ করতে হবে। যোগ দেওয়ার সময়েই প্রার্থীর সঙ্গে সংস্থার একটি ৩ লক্ষের সার্ভিস এগ্রিমেন্ট বন্ড স্বাক্ষরিত হবে।


বেতনক্রম


এই পদের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীর ন্যূনতম বেতন হবে ৪০ হাজার টাকা মাসিক এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা। প্রবেশন পিরিয়ডে থাকার সময় ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন নির্বাচিত প্রার্থীরা। প্রশিক্ষণ ঠিকভাবে শেষ করতে পারলে সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে উন্নীত হবেন প্রার্থীরা।


আবেদনের সময়সীমা


বিগত ২৯ জানুয়ারি থেকেই অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।


কীভাবে আবেদন


www.hindustancopper.com ওয়েবসাইটের কেরিয়ার অপশন থেকেই এই পদে আবেদনের লিঙ্ক পদেয়ে যাবেন প্রার্থীরা। তবে আবেদন জমা করার পর তার এক কপি প্রিন্ট আউট অবশ্যই নিয়ে রাখতে হবে।


আবেদনের ফি


এই পদে আবেদনের জন্য অনলাইনে ফর্ম ফিলাপের পর প্রার্থীকে ৫০০ টাকা আবেদনের ফি হিসেবে জমা করতে হবে।  


আরও পড়ুন: Anti-Cheating Bill: পরীক্ষায় নকল করলে ১০ বছর জেল, ১ কোটি পর্যন্ত জরিমানা, নয়া বিল কেন্দ্রের


Education Loan Information:

Calculate Education Loan EMI