Fabian Allen: টিম হোটেলের সামনেই বন্দুক ঠেকিয়ে ছিনতাই, ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী মুম্বই ইন্ডিয়ান্স প্রাক্তনী

Fabian Allen Robbed: রিপোর্ট অনুযায়ী, দুষ্কৃতিরা বন্দুক দেখিয়ে অ্যালেনের থেকে ফোন, ব্যক্তিগত কিছু জিনিসপত্র এবং একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে যান।

Continues below advertisement

জোহানেসবার্গ: রমরমিয়ে চলছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ (SA T20 League)। সেই লিগে খেলতে গিয়েই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন (Fabian Allen)। জোহানেসবার্গে টিম হোটেলের ঠিক বাইরেই এক দল বন্দুকবাজ দুষ্কৃতির হাতে আক্রান্ত হন অ্যালেন।

Continues below advertisement

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের প্রতিনিধিত্ব করছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার অ্যালেন। রিপোর্ট অনুযায়ী, দুষ্কৃতিরা বন্দুক দেখিয়ে অ্যালেনের থেকে ফোন, ব্যক্তিগত কিছু জিনিসপত্র এবং একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। সৌভাগ্যক্রমে শারীরিকভাবে অক্ষত রয়েছেন অ্যালেন। তবে গোটা ঘটনার ভয়াবহতা স্বাভাবিকভাবেই কাটিয়ে উঠতে পারছেন না ২৮ বছর বয়সি তারকা অলরাউন্ডার।

অ্যালেনের সুরক্ষা নিয়ে স্বাভাবিকভাবেই গোটা ক্রিকেটমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের তরফে অ্যালেনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ওবেদ ম্যাকয় মারফত অ্যালেনের সঙ্গে যোগাযোগও করেছেন ক্যারবিয়ান কোচ আন্দ্রে কোলে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের তরফে এক আধিকারিক জানিয়েছেন যে অ্যালেন ভাল আছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং পার্ল রয়্যালসের তরফে আসন্ন সময়ে তাঁর বিষয়ে আরও সব তথ্য পাওয়া যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই আধিকারিক বলেন, 'আমাদের হেড কোচ আন্দ্রে কোলেও জামাইকান এবং তিনি ইতিমধ্যেই ওবেদ ম্যাকয়ের মাধ্যমে অ্যালেনের সঙ্গে যোগাযোগ করেছেন। ও এখন ঠিকঠাক রয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং পার্ল রয়্যালসের তরফে এরপর ওর বিষয়ে আর কোনও আপডেট থাকলে, তা জানানো হবে।'

খেতাব জয় লক্ষ্য

যুব বিশ্বকাপে ব্যাট হাতে আগুন ফর্মে রয়েছে মুশির খান (Musheer Khan)। সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে দাদা সরফরাজ খানের (Sarfaraz Khan) দেওয়া পরামর্শ মাথায় রেখেই মাঠে নামছেন মুশির।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩৩৪ রান করেছেন মুশির। শিখর ধবনের পর প্রথম ভারতীয় হিসাবে যুব বিশ্বকাপে একাধিক শতরান হাঁকানোর কৃতিত্বও গড়েছেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্য নয়, টুর্নামেন্ট জয়ই সরফরাজের লক্ষ্য। খেতাব জিততে না পারলে তিনি সন্তুষ্ট হতে পারবেন না বলেই দাবি ডান হাতি টপ অর্ডার ব্যাটার। 

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে মুশির বলেন, 'আমি নিজের পারফরম্যান্সে খুশি কিন্তু বিশ্বকাপ জয়ের আগে পর্যন্ত সন্তুষ্ট হতে পারছি না। আর টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া বা এই জাতীয় বিষয় নিয়ে আমি বেশি ভাবতে চাই না। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের একমাত্র লক্ষ্য ছিল টুর্নামেন্ট জয় এবং সেই দিকেই আমাদের নজর রয়েছে। আমি দলের হয়ে দলের সাফল্যে নিজের অবদান রাখতে চাই।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: তৃতীয় টেস্টে ভারতীয় দলে ফিরছেন কোহলি? বড় আপডেট দিলেন হেড কোচ

Continues below advertisement
Sponsored Links by Taboola