Jobs And Recruitments: চাকরির সুযোগ রয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (HPCL)। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। একাধিক পদে নিয়োগ করা হবে। তার মধ্যে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়া এবং আরও অনেক কিছু। ইতিমধ্যেই গত ১৮ অগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। হিন্দুস্থান পেট্রোলিয়াম লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট www.hindustanpetroleum.com এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট ২৭৬টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। অসংরক্ষিত ক্যাটেগরি (Unreserved Category or UR) এবং OBCNC (Other Backward Classes-Non Creamy Layer) ও Economically Weaker Section (EWS) অর্থাৎ অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির জন্য অ্যাপ্লিকেশন ফি ১১৮০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। অ্যাডমিড কার্ড কবে দেওয়া হবে এবং পরীক্ষা কবে তা এখনও ঘোষণা করেনি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ। ২৫ থেকে ৩২ বছর বয়সীরা (অর্থাৎ এর মধ্যে যাঁদের বয়স) তাঁরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষইত ক্যাটেগরির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় থাকবে। কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ টাস্ক এবং পার্সোনাল ইন্টারভিউ- এই তিনটি পর্যায়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আবেদনকারীদের B.E./B.Tech/ MBA /PGDM/ M/Sc./ M.B.B.S এইসব ডিগ্রি থাকতে হবে প্রাসঙ্গিক বিষয়ে। স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। 


কীভাবে আবেদন জানাবেন আগ্রহী প্রার্থীরা



  • প্রথমে যেতে হবে hindustanpetroleum.com- এই অফিশিয়াল ওয়েবসাইটে।

  • এরপর হোপেজে থাকা কেরিয়ার টয়াবে ক্লিক করতে হবে প্রার্থীদের।

  • স্ক্রিনে দেখা যাবে Recruitment of Officers 2023-24- এর অপশনটি।

  • তার মধ্যে থাকা অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে পরবর্তী পর্যায়ে।

  • রেজিস্টার প্রক্রিয়া সম্পন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ভালভাবে পূরণ করতে হবে।

  • প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্ট অর্থাৎ নথি আপলোড করতে হবে।

  • ফর্ম জমা দেওয়ার পর নিজের সুবিধার জন্য অবশ্যই রেখে দেবেন একটি প্রিন্ট আউট। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন- রাজ্যে খাদ্য দফতরে সাব ইন্সস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI