CISF Recruitment: অগ্নিবীরদের জন্য দারুণ ঘোষণা। এবার থেকে সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স (CISF)-এ নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য থাকবে ১০ শতাংশ সংরক্ষণ। পাশাপাশি বয়সসীমার ক্ষেত্রেও পাওয়া যাবে ছাড়। সম্প্রতি এই ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিছুদিন আগেই BSF-এ  নিয়ে নিয়োগে অগ্নিবীরদের জন্য একই ধরনের ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। 


Agniveer Update: বয়সসীমাতেও থাকছে ছাড়


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এবার থেকে বয়সের ঊর্ধসীমার ক্ষেত্রেও থাকছে ছাড়। বয়সসীমায় এই ছাড় অগ্নিবীরদের প্রথম অথবা পরের ব্যাচগুলিতে দেওয়া হবে। ইতিমধ্য়েই নতুন এই নিয়মের জন্য সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স (CISF)-এর ১৯৬৮ সালের আইনে সংশোধন করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে ১০ শতাংশ প্রাক্তন অগ্নিবীরদের জন্য CISF-এর নিয়োগে সংরক্ষণ দেওয়া হবে।


CISF Recruitment:  বয়সসীমায় কী ছাড় দেওয়া হয়েছে ?


স্বরাষ্ট্রমন্ত্রকের নতুন নিয়ম বলছে, অগ্নিবীরের প্রথম ব্যাচে ৫ বছরের বয়সসীমায় ছাড় দেওয়া হবে। পরবর্তী ব্যাচগুলির জন্য থাকবে তিন বছর ছাড়ের সুবিধা। এখানেই শেষ নয়। সিআইএসএফ-এ নিয়োগের ক্ষেত্রে শারীরিক পরীক্ষাও দিতে হবে না অগ্নিবীরদের। এই ক্ষেত্রে ফিজিক্যাল টেস্টেও ছাড় পাবেন অগ্নিবারীরা।


Agniveer Update : কী এই অগ্নিবীর প্রকল্প


 কেন্দ্রীয় সরকার সেনা, নৌবাহিনী ও বায়ুসেনায় ১৭ থেকে ২১.৫ বছরের যুবকদের নিয়োগের জন্য গত বছর ১৪ জুন অগ্নিপথ যোজনা ঘোষণা করেছিল। এই প্রকল্পের অধীনে যুবকদের প্রথম চার বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর আওতায় সেনাবাহিনীতে যোগদানকারী সৈন্যরা অগ্নিবীর নামে পরিচিত হবেন।


কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে ১০ শতাংশ শূন্যপদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত
সরকারি ঘোষণা অনুসারে, অগ্নিপথ প্রকল্পের অধীনে চার বছর সেনাবাহিনীতে চাকরি করার পরে প্রতিটি ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীর ফের কাজের সুযোগ পাবেন। এর জন্য অগ্নিবীরদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পরে স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও আসাম রাইফেলসের ১০ শতাংশ শূন্যপদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।


বর্তমানে আধাসামরিক বাহিনীতে নিয়োগের বয়সসীমা ১৮-২৩ বছর রেখেছে সরকার। অগ্নিপথ যোজনার অধীনে সর্বোচ্চ বয়সসীমা ২১ বছর। এই ক্ষেত্রে সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌবাহিনীতে চার বছর চাকরি করার পরে ৩০ বছর বয়স পর্যন্ত অগ্নিবীরের প্রথম ব্যাচ সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতি পাবে। পরবর্তী ব্যাচের জন্য ২৮ বছরের বয়সসীমা বেঁধে দিয়েছে সরকার। বর্ডার সিকিউরিটি ফোর্সে (BSF) এই ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবার সেন্ট্রাল রিজার্ভ সিকিউরিটি ফোর্স (CISF)-এ নিয়োগের ক্ষেত্রেও একই পথে হাঁটল কেন্দ্র।


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI