IAS Interview Preparation: প্রিলি, মেইনস উতরে গেলেও কেবল ইন্টারভিউতেই আটকে যান বহু আবেদনকারী। IAS, IPS-এর ইন্টারভিউ পাশ করতে তাই বহু জায়গায় চলে 'মক টেস্ট'। তারপরেও খামতি থেকে যায় প্রস্তুতিতে। তাই এই ধরনের ইন্টারভিউয়ের আগে সবসময় মাথায় রাখুন এই বিষয়গুলি।


UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষাকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা বলে মনে করা হয়। এর তিনটি ধাপ রয়েছে প্রি, মেইনস ও ইন্টারভিউ। একবার প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেইন পরীক্ষায় বসার সুযোগ পান। যারা মেইন পাশ করেন তাঁদের কাছে ইন্টারভিউয়ের ডাক আসে।   আজ আমরা এমন কিছু শিষ্টাচার সম্পর্কিত আচরণ বলব যা ইন্টারভিউয়ের সময় মাথায় রাখা জরুরি।


সাক্ষাৎকারের সময় এই বিষয়গুলো মাথায় রাখুন


১ সময়ের আগেই বাড়ি থেকে বের হয়ে যান, যাতে পথে কোনও ধরনের বাধা বা সমস্যা দেখা দিলে দেরি না হয়।


২ জামাকাপড়, জুতো, চুলের স্টাইল ইত্যাদি মার্জি রাখুন ও অযথা চিন্তা করবেন না।


৩ আপনার পোশাকের পাশাপাশি আপনার আচরণেও শালীনতা থাকা উচিত।


৪ কল রিসিভ করার পর রুমের দরজা খুলে প্রথমে ভিতরে যাওয়ার অনুমতি নিন। 
৫ আপনাকে প্রবেশের অনুমতি দিলেই প্রবেশ করুন।


৭ ভিতরে সবাইকে অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞপন করুন, প্রথমে মহিলা সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের পর তারপর পুরুষ সদস্যদের কাছে আসুন।


৮ কথা বলার সময়, আপনার কণ্ঠস্বর খুব বেশি উঁচু বা খুব নরম হওয়া উচিত নয়। 
৯ সাক্ষাত্কারের আগে এটি বেশ কয়েকবার অনুশীলন করুন।


১০ বসতে না বলা পর্যন্ত বসবেন না ও চেয়ারটি ধীরে ধীরে এগিয়ে নিন, যাতে শব্দ না হয়।


১১ বসার সময় ভঙ্গি সোজা রাখুন ও রুমে প্রবেশের সময় হাঁটাচলাও আত্মবিশ্বাসী হওয়া উচিত।


১২ মুখে ভারসাম্যপূর্ণ আবেগ রাখুন। 
১৩ খুব সিরিয়াস ভঙ্গি করবেন না ও অযথা হাসবেন না।


১৪ কথোপকথনের সময় আপনার স্বরের বিশেষ যত্ন নিন। 
১৫ আপনাকে উত্তেজিত করার জন্য কিছু বলা হলেও নিয়ন্ত্রণ হারাবেন না।


১৬ আপনি যদি একটি প্রশ্নের উত্তর না জানেন, তাহলে তাদের একটি গোল উত্তর দেবেন না, বা তাদের ভুল বোঝানোর চেষ্টা করবেন না। বিনয়ের সঙ্গে বলুন যে আপনি উত্তর জানেন না। ভদ্রভাবে সরি বলতে কোনও সমস্যা নেই।


১৭ প্রবেশের সময় ধীরে ধীরে দরজা খুলুন ও যাওয়ার সময় ধীরে ধীরে বন্ধ করুন।যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।


আরও পড়ুন : Highest Paying Jobs: এই ৫ সরকারি চাকরিতে পাবেন সবথেকে বেশি বেতন, পাশাপাশি প্রচুর সুযোগ-সুবিধা


 


Education Loan Information:

Calculate Education Loan EMI