UPSC Exam: ভারতে সবথেকে কঠিনতম পরীক্ষাগুলির তালিকায় প্রথমেই রয়েছে ইউপিএসসি, তারপরে আছে আইআইএম এবং ক্যাট। অনেকে এই তিনটি পরীক্ষার কোনো একটি বা দুটি পাশ করেন, কিন্তু তিনটি পরীক্ষার তিনটিতেই সমানভাবে উত্তীর্ণ হয়েছেন খুব কম প্রার্থী আর সেই ব্যতিক্রমীদের মধ্যে উজ্জ্বল হয়ে আছে আইএএস দিব্যা মিত্তলের (IAS Divya Mittal) নাম। তিন তিনটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তিনি, লন্ডনের মোটা টাকার বেতনের চাকরি (IAS Success Story) ছেড়ে দু-বারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় (UPSC Exam) উত্তীর্ণ হন দিব্যা মিত্তল। জানেন তাঁর সাফল্যের কাহিনি ?
কে এই দিব্যা মিত্তল ?
হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা দিব্যা মিত্তল। কোনো কোচিং ছাড়াই সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস পদ অর্জন করেছিলেন প্রথমে, তারপর ফের নিজের চেষ্টায় দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আইএএস হন দিব্যা মিত্তল। শুধু তাই নয় সর্বভারতীয় স্তরে ৬৮তম র্যাঙ্ক অর্জন করেছিলেন তিনি।
লন্ডনের চাকরি ছেড়ে দেন
আইআইটি দিল্লি থেকে তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করার পরে দিব্যা ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইআইএম ব্যাঙ্গালোরে ভর্তি হন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরে একটি মোটা বেতনের প্যাকেজে লন্ডন চাকরি করতে চলে যান তিনি। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আইএএস হওয়ার জন্য তাঁর ভিতর থেকে টান অনুভূত হয়। এরপর চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন তিনি। প্রথমে তাঁর স্বামী গগনদীপ সিং আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপর দিব্যাও এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।
লক্ষ্য অর্জনের জন্য ফোন ব্যবহার বন্ধ করতে হবে
মির্জাপুর, সন্ত কবির নগরের মত জেলাগুলিতে জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন আইএএস দিব্যা মিত্তল। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে যুবকদের সবার আগে লক্ষ্য অর্জনের জন্য মনোনিবেশ করাটা জরুরি। প্রয়োজনের তুলনায় কম ফোন ব্যবহার করা দরকার। ফোন আজকের যুগে একটি বড় বিভ্রান্তিকর বস্তু। ফোন ব্যবহার কতক্ষণ করা হচ্ছে তা মেপে চলা উচিত। বর্তমানে দিব্যা মিত্তল হরিয়ানার দেওরিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে কাজ করছেন। সমাজমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Deepfake Video: বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন খোদ RBI-এর গভর্নর ! সত্যি ?
Education Loan Information:
Calculate Education Loan EMI